আসলেই আমাদের দেশে অধিকাংশ মানুষরাই ট্রেনে টিকিট ছাড়াই উঠে অন্যদের সিটে বসে থাকে। যেটা সত্যি নিন্দনীয় কাজ। টিকেট না করলে সেই টাকাটি আসলেই সরকারি কোষাগারে পৌঁছায় না পকেট থেকেই শেষ হয়ে যায়। যাই হোক পঞ্চগড় ভ্রমণের প্রথম পর্ব পড়াদহ রেল স্টেশন সম্পর্কে জানতে পারলাম। পরের পর্বগুলোতে আশা করি বিস্তারিত জানতে পারবো। অপেক্ষায় রইলাম পরের পর্বের।
অবশ্যই ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।