এরকম পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বাসায় আমার আম্মুও বেশ কয়েকবার বানিয়েছিল। তবে এরকম প্রসেসে নয় অন্য আরেকটি প্রসেসে। এইবার আপনার তৈরি করা কলা পিঠার রন্ধন প্রণালী অনুসরণ করে আমি নিজেই তৈরি করার চেষ্টা করব ভাই। কেননা আপনার কলা পিঠা রেসিপিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।