You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৭

in আমার বাংলা ব্লগlast year

যুগের বিবর্তনে হারিয়ে যায়
মনের যত গীতি কথা,
জ্ঞানের পরিপক্বতায় মলিন হয়
হৃদয়ে বাঁধা অজস্র আশা।

ঘড়িতে দেখা সময় সে তো পরিবর্তনশীল
প্রকৃতির রূপ ও তাই হয় বিলীন,
কালের বিবর্তনে পাল্টে যায় মনের চাওয়া
সেকারনেই আজ প্রেমের অপর নাম ব্যর্থতা।

Sort:  
 last year 

দারুন লিখেছেন ভাই।