এখনকার মানুষ অন্য মানুষের ভালো দেখতে পারে না। যখনই দেখবে অন্য কেউ ভালো একটি জায়গায় পৌঁছে যাচ্ছে তখনই তাকে কিভাবে নিচে টেনে নামানো যাবে সেই চিন্তায় মত্ত থাকবে। কিন্তু আমাদের উচিত যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই কাজের মধ্যে ভালোভাবে মনোযোগ দেওয়া তাতে কে কি বলে বলুক। তবেই সাফল্য আসবে। আপনার সাথে আমিও সহমত, কাজ না করে ক্ষমতা চাওয়া মানে মূর্খতা ছাড়া আর কিছুই না।