প্রত্যেকটা মানুষেরই নিজের মনের কিছু কষ্ট থাকে যেগুলো কারোও সামনে প্রকাশ করা সম্ভব হয় না। তবে হ্যাঁ ঠিকই বলেছেন প্রত্যেকটা মানুষেরই এমন কেউ একজন মানুষকে খুঁজে নেওয়ার দরকার, যাকে মনের কষ্টগুলো বলা যাবে। কিন্তু সেরকম মানুষ বর্তমানে পাওয়া বিরল ব্যাপার। যাইহোক প্রার্থনা করি এটাই প্রত্যেক মানুষে তার জীবনে একজন বিশ্বস্ত বন্ধু পাক। যার সাথে মানুষ তার সকল মনের কথা গুলি বলতে পারবে।