বিটিএস এর লোগো দিয়ে বানানো বুক মার্কটি চমৎকার দেখাচ্ছে আপু। এরকম বুকমার্ক গুলি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী। ভাবতেছি আপনার তৈরি করা বুকমার্কের প্রসেস গুলি অনুসরণ করে আমি একটি বানিয়ে নিবো। রঙিন পেপার দিয়ে তৈরি করা বুকমার্কটি খুবই ভালো লাগলো। আশা করছি আগামীতে আমাদের মাঝে এরকম আরো নিত্যনতুন বুক মার্ক শেয়ার করবেন।