বড় দাদার তৈরি, tintin.in ওয়েবসাইট থেকে সহজেই steemit I'd ক্রিয়েট এর টিউটোরিয়াল পোস্ট।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করে নেবো। তার আগেই আপনাদের সাথে এই বিষয়ে কিছু প্রমোশনাল কথা বলে নেই। এই টিউটোরিয়ালটি মূলত স্টিমিট এর একাউন্ট অফলাইনে ক্রিয়েট করবেন কিভাবে! এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন আর এই প্রক্রিয়াটি স্টিমিট প্লাটফর্মে আগে ছিল না, পরেও থাকবে না। স্টিমিট প্লাটফর্ম বা steemworld.org যেটাতে করুন না কেন সেটা অনলাইন প্রসেস এর মাধ্যমে ক্রিয়েট করতে হবে। আর এতে করে অনেক সময় keys হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আপনি যদি অফলাইনে keys জেনারেট করেন, তাহলে এই হ্যাক এর সম্ভাবনা আর থাকবে না, যদি না আপনি আপনার প্রাইভেট keys কারো সাথে শেয়ার করেন।
এখন এই অফলাইনে খুলতে গেলে একটা ওয়েবসাইটের মাধ্যমে খুলতে হবে। tintin.in এই সাইটটাতে, এটা দাদা ( @rme ) ক্রিয়েট করেছিল। এই সাইটটা আপনারা অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এতে টুলসগুলো ব্যবহার করে আপনি আপনার সমস্ত ডাটা নিশ্চিন্তে encrypt করে রাখতে পারবেন এবং পরে আবার যখন দরকার হবে তখন decrypt করতে পারবেন। এটার সম্পূর্ণ টিউটোরিয়াল দাদার ( https://steemit.com/hive-129948/@rme/2rwvi4-rme)-এই পোস্টটিতে পেয়ে যাবেন। এখানে সবকিছু আলোচনা করা আছে। যাইহোক, আপনাদের আমি শুধু অফলাইনে স্টিমিট একাউন্ট ক্রিয়েট এর বিষয়টা এখন তুলে ধরবো।
লেখাগুলো @winkles দাদার পোস্ট থেকে কপি করা
✔অফলাইনে স্টিমিট একাউন্ট ক্রিয়েট করার প্রসেস---
আমার আজকের এই টিউটোরিয়াল পোস্টটি মনোযোগ সহকারে দেখলে আশা করছি steemit অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আপনাদের আর কোনরকম সমস্যায় পড়তে হবে না(মোবাইল থেকে)। শুরু করছি:-
🔯প্রথমেইcrome ব্রাউজার ওপেন করেtintin.in এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্থে লিংকটি আমি দিয়ে দিচ্ছি।https://tintin.in/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে উপরে দেখানো ফটোগ্রাফির মত একটি ইন্টারফেস শো করবে।এখান হতে উপরে ডানদিকে থ্রি লাইন অপশন এ ক্লিক করবেন। |
---|
🔯থ্রি লাইনে ক্লিক করার পর বাম সাইড দিয়ে একটি ইন্টারফেস শো করবে। সেখান থেকে Easycryptonew অপশনে ক্লিক করবেন। |
---|
🔯তারপরে উপরের প্রথম ফটোগ্রাফির মত একটি ইন্টারফেস শো করবে।স্ক্রল করে একটু নিচে গেলে secure random নামের অপশন পাবেন।এই secure random লেখাটির উপর ক্লিক করলে,root key,chain code,mnemonic seeds কোড গুলি নিজে থেকেই ফ্লিলাপ হয়ে যাবে।** |
---|
🔯স্ক্রোল করে আরো একটু নিচে আসলে number of keys এবং steemit username নামের দুটি অপশন পাবো।এখন number of keys এর ঘরে 1 দিব আর steemit username এর ঘরে যে নামে steemit অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই নাম দিব। |
---|
🔯স্ক্রোল করে নিচে আসলে generate securely নামের একটি অপশন পাবো।generate securely নামের অপশনে ক্লিক করলে নিচে master password,memo key,active key, posting key, owner key গুলো শো করবে।(নিচে copy এবংdownload অপশন থাকবে এখানে হতে চাইলে কপি করে এগুলো অন্য কোথাও সেভ করে রাখতে পারবেন আবার ডাউনলোড করেও রাখতে পারবেন)। এখান হতে master password টি কপি করে নিবো। |
---|
🔯স্ক্রোল করে একটু নিচে আসলে পুনঃরায় steemit username এবং master password নামের অপশন পাবো।এখানে username এ আগের দেওয়া username টি দিব এবং copy করা মাস্টার পাসওয়ার্ড টিmaster password এর ঘরে পেস্ট করে দিব।তারপর নিচে generate private key এবং generate public key নামের দু-খানা অপশন পাবেন।যখন যে অপশন এ ক্লিক করবেন নিচে সেই পাসওয়ার্ড গুলি শো করবে।তারপর এখান থেকে পাসওয়ার্ড গুলি কপি করে অন্য কোথাও সেভ করে রাখবেন।এখন আপনার steemit id create হয়ে গেছে।এখন এখান থেকে শুধু public key এবং steemit username এই দুটো জিনিস বড় দাদা কে দিবেন।
তাহলে ওনি তাৎক্ষণিক আপনার id টি এক্টিভ করে দিবেন।
হয়তোবা কখনো কখনো লেট ও হতে পারে কারণ আমরা সবাই জানি বড় দাদা কতটা পরিমাণের ব্যস্ত থাকেন।তাই এগুলো দাদাকে পাঠিয়ে বার বার ডিস্টার্ব না করে ওয়েট করবেন।তিনি ফ্রী হলে অবশ্যই আপনার আইডি কারেন্ট গতিতে এক্টিভ করে দিবেন।আমার এই কমিউনিটিতে আসার বেশিদিন সময় হয়নি তবে এই কদিনের এক্সপেরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি দাদা একজন অকল্পনীয় ট্রাস্টেড পারসন।তিনি যে উদ্যোগ টাই নেন না কেনো সেটা আমাদের মঙ্গলের জন্যই। তাই আমি এটাই বলবো দাদার প্রত্যেকটা কাজের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যান,ভবিষ্যৎ উজ্জ্বল হবে,গ্রান্টেড।
বিঃদ্রঃ:- এরপরেও প্রবলেম হলে শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেলের সাথে যোগাযোগ করুন।
public key ব্যাতিত বাকি পাসওয়ার্ড গুলি ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর করে দাদার তৈরি করা ওয়েবসাইটের মাধ্যমে স্টিমিট একাউন্ট তৈরি করেছেন এবং টিউটোরিয়াল টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বেশ কিছু দিন ধরে অনলাইনে স্টিমিট একাউন্ট খুলতে বেশ সমস্যা হচ্ছিল। দাদা আমাদের জন্য খুবই সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করেছেন।পুরো টিউটোরিয়াল টি নতুন ব্লগারদের জন্য খুবই উপকারী।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
X promotion
ডেইলি টাস্ক প্রুফ:-
এটা নিয়ে দাদা কয়েকদিন আগে হ্যাংআউটে বলেছিল। খুব হেল্পফুল হবে অনেকের জন্য। ডিজিটাল অ্যাসেট গুলো সেভ থাকবে। আপনার টিউটোরিয়াল টা পেয়ে ভালো হলো। অনেক কে বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে।