You are viewing a single comment's thread from:

RE: নিজের হাতে লাগানো ঝিঙ্গা সবজি খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year

একদমই ঠিক বলেছেন আপু নিজের হাতের লাগানো সবজির স্বাদ একটু বেশি হয়।আপনি ও আন্টি মিলে ঝিঙে গাছ লাগিয়েছেন এবং সেই গাছের কি দারুণ ফল এসেছে। আসলে এরকম কচি কচি ঝিঙে খেতে অসাধারণ সুন্দর লাগে।বিষ প্রয়োগ না করলে পোকা ফল, ফুল ও গাছের আগাপাতা সব খেয়ে ফেলে।ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করেছেন জন্য।

Sort:  
 last year 

আপু গাছে ফুল আসার সময় শুধু বিষ দিয়েছিলাম কেননা পোকাতে তো সব খেয়ে ফেলে। ধন্যবাদ আপু।