আপনার পোস্ট টি পড়ে চোখের কোনে জল চলে এসেছে ভাইয়া।পোস্ট পড়ে বুঝতে পেলাম নানা,নানী আপনার পৃথিবী আর তার মরনব্যাধিতে আপনার অবস্থা কেমন তা তো বুঝতেই পারছি।আমিও আমার শ্বশুরিকে নিয়ে এক মাসের বেশি সময় ঢাকায় ছিলাম ওনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন অবশেষে কেমোথেরাপি সহ্য করতে না পেরে পরপারে চলে গেছেন। প্রার্থনা করি আপনার নানি সুস্থ হয়ে আপনার মাঝে ফিরে আসুক আপনার জীবনটা হাসিখুশিতে ভরে উঠুক। ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
যদিও আমার এই বিষয় সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, তবে ডাক্তার আমাদের কেউ ও বলেছেন কেমোথেরাপি দিতে হবে এখন তো আপনার কথা শুনে আমি খানিকটা টেনশনে পড়ে গেলাম। যাই হোক দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য।