বাদাম ভর্তা আমাদের বাড়িতে সকলের প্রিয় একটি খাবার।মাঝে মাঝেই রাতে এই সুস্বাদু বাদাম ভর্তা করে খাওয়া হয়।আপনি আজকে প্রথম বানিয়েছেন বাদাম ভর্তা কিন্তুু ভীষণ লোভনীয় করে বানিয়েছেন। খেতে অনেক সুস্বাদু হয়েছে তা বাদাম ভর্তা গুলো দেখেেই বুঝতে পারছি।ধাপে ধাপে বাদাম ভর্তা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।