ঠিক তাই কমবেশি সবাই সার্থপর। অন্যরা যেমন আমার কাছে সার্থপর ঠিক তেমনি আমরাও কারো না কারো কাছে সার্থপর। বেশ লিখেছেন। সত্যি পর নিন্দা পর চর্চা করে কেউ কখনো বড়ো হতে পারে না।অন্যের ক্ষতি করতে গেলে সেই ক্ষতির সমূখীন নিজেকে হতে হয়।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।