প্রতিযোগিতাঃ- 11 ♪♪মৌলিক বাংলা গান♪♪[♠ তোমার মনের পিঞ্জিরায় ♠]10% লাজুক খ্যাক এর জন্য
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাঃ- 11 মৌলিক বাংলা গান। আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আমার পছন্দের গানটি( তোর মনের পিঞ্জিরায়) আজকে আপনাদের সামনে উপস্থাপন করব।আশা করি আপনাদের সকলের এই গানটি ভাল লাগবে।
মূল ক্রেডিট | নাম |
---|---|
গান | মনের পিঞ্জিরায় |
গায়ক | জিসান খান শুভ |
মিউজিক | অংকুর মাহমুদ |
আমার গান
গানের লিরিক্স
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন (x2)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ (x2)
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (x2)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই (x2)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।
আমার বাংলা ব্লগ কমিউনিটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার স্ক্রিনশট প্রমান স্বরুপ
গান গাওয়ার উপর আমার অভিজ্ঞতা
আসলে গানটা রেকর্ড করতে আমার প্রায় দেড় ঘণ্টা লেগে গেছে। কারণ পাশেই আমার ছোট ভাইয়েরা বসেছিল এবং যখনই রেকর্ড করতে গিয়েছি তখনই তারা হাসাহাসি করতে ছিল এবং ডিস্টার্ব দিচ্ছিল। তাই ফাঁকা পেয়ে অনেক কষ্টে গানটি রেকর্ড করেছি। ছোটবেলা থেকে আমার গান অনেক প্রিয় এবং আমি গান শুনি বিভিন্ন অনুষ্ঠানে আমি গান গেয়েছি এবং অনেক পুরস্কার অর্জন করেছি। তাই গান বলতে ও শুনতে ভালো লাগে। আশা করি আজকের গানটি আপনাদের ভালো লাগবে।
মোবাইলের নাম | মডেল |
---|---|
Samsung | m21 |
ক্যামেরা | 48 mp |
লোকেশন | বাংলাদেশ |
এই গানটি আমার অনেক প্রিয় একটি গান
।আপনি এই গানটি কোন রকম মিউজিক ছাড়া একদম স্পষ্ট ভাবে গাইতে সক্ষম হয়েছেন এবং আপনার গানের কন্ঠ অনেক মিষ্টি । গানটি অনেক আনন্দের সাথে উপভোগ করলাম আপনি দারুন গান গেয়েছেন আপনি আরেকটু প্যাকটিস করলে একদম প্রফেশনাল ভাবে গান গাইতে পারবেন ।ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার গানটি ধৈর্য্য সহকারে উপভোগ করেছেন।
অসম্ভব সুন্দর একটি গান গেয়েছেন ভাইয়া। একটা সময় এই গানটা আমি অনেক শুনতাম মনে হয় সারাদিন এই গানটাই সব সময় শুনেই থাকতাম। বহুদিন পরে আপনার কন্ঠে এই গানটি শুনে আবার নতুন করে এই গানটির প্রেমে পড়ে গেলাম ভাইয়া। আপনি অনেক চমৎকার ভাবে গানটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য
অসাধারণ গেয়েছেন ভাইয়া।আপনার কন্ঠটি খুব ভালো লাগলো।সকাল সকালে আপনার গান শুনলাম, গানটি খুব সুন্দর।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু