লেভেল ২ হতে আমার অর্জন || 10% for @shy-fox by@shimanto322
আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা? আশা করি সকলেই ভাল আছেন।লেভেল ২ এর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেয়ার জন্য অনুমতি পেয়ে আজ আমি লেভেল ২ এর ফাইনাল লিখিত পরীক্ষা দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন।। আমি abb-school হতে যেসব বিষয়ে শিখেছি তা আজ আপনাদের মাঝে উপস্থাপন করব।
Abb-school এ ক্লাস ও ভাইবা পরীক্ষা দিয়ে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি তা হল -
❂কী নিরাপত্তা (Key Security)
❂ডেলিগেশন (Delegation)
❂পাওয়ার আপ (Power Up)
❂ওয়ালেট নিয়ন্ত্রন (Controlling of Wallet)
কি নিরাপত্তা সম্পর্কে জানা আমাদের একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি নিরাপত্তা বিষয় আমাদের জানা না থাকলে ভবিষ্যতে প্রতিটি ধাপে সমস্যার সম্মুখীন হতে পারি।
কী প্রধানত দুই প্রকারঃ
১-পাবলিক কী।
২-প্রাইভেট কী।
প্রাইভেট কী আবার ৪ প্রকারঃ
১-প্রাইভেট এক্টিভ কী
২-প্রাইভেট পোস্টিং কী
৩- প্রাইভেট মেমো কী
৪- প্রাইভেট উনার কী
এরপর ক্লাসে প্রফেসরগন আমাদের খুবই গুরুত্বের সাথে ডেলিগেশন, পাওয়ার আপ, ওয়ালেট নিয়ন্ত্রন সম্পর্কে ধারনা দেয় ।
ডেলিগেশন বলতে এক কথায় বুঝি ধার দেওয়া অর্থাৎ যদি আমি sp কাউকে ধার দেই সেই sp ব্যবহার করে তার শক্তি বৃদ্ধি করবে। ইহাকেই ডেলিগেশন বল।
পাওয়ার আপ বলতেই এক কথাই বুঝি একাউন্টের শক্তি বৃদ্ধি করা যার ফলে আমার একাউন্টে ভ্যালু বাড়বে ।
ওয়ালেট নিয়ন্ত্রনএর মানে হচ্ছে হচ্ছে ওয়ালেট সংক্রান্ত কাজ সেভিংস, রিওয়ার্ড ক্লেইম, ইন্টার্নাল মার্কেট এক্সচেঞ্জ ইত্যাদি।
প্রশ্ন-Posting key এর কাজ কি ?
উত্তর-Posting key এর কাজ বলতেই আমরা বুঝতে পারছি পোস্ট সম্পর্কিত যে কোন ধরনের কাজ। পোস্টিং কি দিয়ে পোস্ট করা ,কমেন্ট করা,আপভোট দেয়া , ডাউনভোট দেয়া , পোস্ট রিস্টিম করা , ফলো করা ,আনফলো করা , কাউকে মিউট করা পোস্টিং কি মাধ্যমে করেত পারি ।
প্রশ্ন-Active key এর কাজ কি ?
উত্তর- Active key হচ্ছে প্রাইভেট কী ।Active key এর কাজ বলতেই ওয়ালেট সম্পর্কিত যে কোন ধরনের কাজ ।Active key দিয়ে আর্থিক লেনদেনের কাজ করা, পাওয়ার আপ করা, পাওয়ার ডাউন করা, একাউন্ট এর যেকোনো তথ্য পরিবর্তন করা, sbd to steem কনভার্সন করা ইত্যাদি কাজ আমরা এক্টিভ কী এর মাধ্যমে করেত পারি।
প্রশ্ন- Owner key এর কাজ কি ?
উত্তর- Owner key এর কাজ বলতেই একাউন্টের মালিকানা প্রমানে এই কী ব্যবহার করা হয় । ধরুন আপনার একাউন্ট হারিয়ে গেছে বা অন্য কেউ হ্যাক করেছে আপনি একাউন্ট রিকভারি করতে চাচ্ছেন তখন আপনার এই কি প্রয়োজন হবে। এক কথায় এই কি আপনার একাউন্টে দলিল । এটি ব্যবহার করে আপনি আপনার একাউন্টের মালিকানা দাবি করতে পারবে ।
প্রশ্ন- Memo key এর কাজ কি ?
আপনি যদি কাউকে কোনো কিছু ট্রান্সফার করার সময় কোন মেসেজ লিখে দিতে চান তখন এই মেমো কী ব্যবহার করতে হবে।
প্রশ্ন-Master Password এর কাজ কি ?
উত্তর- মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। একাউন্ট এর সকল ধরনের কাজ এই পাসওয়ার্ড দিয়ে করা যাবে। মাস্টার পাসওয়ার্ডের কাজের নির্দিষ্ট কোন সীমাবদ্ধতা নেই।
প্রশ্ন-Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
উত্তর- মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ এ আমার প্ল্যান হচ্ছে পাসওয়ার্ডটি গুগল ড্রাইভে রাখতে পারব কিন্তু gmail এর টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে । পিডিএফ ফাইলটি প্রিন্ট আউট করে লকারে রাকতে পারি।
প্রশ্ন-পাওয়ার আপ কেন জরুরী?
উত্তর- একাউন্টের ভ্যালু বৃদ্ধি করতে গেলে পাওয়ার আপ একটি অতীব জরুরী একটি বিষয়।পাওয়ার আপ করলে আমদের একাউন্ট এর sp বৃদ্ধি পায় যার ফলে আমরা কাউকে ভোট দিলে সেই ভোটের একটা ভ্যালু থাকবে ।
প্রশ্ন-Power up এর প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর- পাওয়ার আপ এর প্রসেস গুলো এখন আমি ধাপে ধাপে দেখাবো।প্রথমে আপনাকে প্রাইভেট এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেট এ লগিং করতে হবে।
তারপর steem অপশন থেকে power up এ ক্লিক করতে হবে।
তারপর Amount এর বক্স এ কত পাওয়ার আপ করতে চাচ্ছি তা লিখতে হবে।।পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে ।
তারপর সবকিছু থিক থাকলে ok তে ক্লিক করলে আপনার পাওয়ার আপ হয়ে যাবে।
পাওয়া আপ হয়েছে কিনা তার জন্য হিস্টোরি চেক করতে হবে।
প্রশ্ন- মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তর-মেমো ফিল্ড এর কাজ হচ্ছে কোন কিছুর মেসেজ দেয়া , গিফট করা এবং ট্রান্সফার যদি করতে চাই তাহলে এই ফিল্ড ব্যবহার করা হয় ।
প্রশ্ন-সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
উত্তরঃ সেভিং থাকা steem অথবা SBD উইথড্র দেয়ার ৩দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্স যোগ হয়।
প্রশ্ন- ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
উত্তর- ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর এস .পি নিজের একাউন্ট এ ফেরত আসে।
প্রশ্ন-ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তর- ডেলিগেশন করার সময় ৩০০ sp লিখতে হবে, তাহলেই আমার ৩০০ sp ডেলগেশন কম্পিট হবে।
ধন্যবাদ। লেভেল ২ থেকে আমিও অনেক কিছু শিখতে পেরেছি।