You are viewing a single comment's thread from:

RE: বর্ষার দিনে গ্রামের হাটে ভয়ঙ্কর এক ঘটনা প্রতক্ষ্য করা

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমে পোস্টটি পড়ে মজা পাচ্ছিলাম। কারন আগে কোন এক পোস্টে পড়েছিলাম দাদা আপনার আমড়া কাগজ সহ চেটে খাওয়ার গল্প।আপনি খাওয়ার জন্য ই হাটে যেতেন।যাই হোক ওমন সাঁকো আমিও ভয় পেতাম।বিশেষ করে আমার নানু বাড়ি থেকে নানুর ভাইয়ার বাসায় যেতে সাঁকো পরতো।কি যে ভয় কাজ করতো আমার বলে বুঝাতে পারব না।আর বেদের মেয়েটি ছোট তার উপর আবার কোলে একজন।আমিতো ভেবেছিলাম পানিতে পরে গেছে।ছোট বাচ্চাটিকে আর পাওয়াই যাবে না।সত্যিই খুব কষ্টেরই ঘটনা দাদা।আপনি এতোদিনেও যখন ভুলে যাননি।তখন আকাশ কালো করে যখনই বৃষ্টি হবে আর আপনি একান্তে থাকবেন তখনই এই ঘটনাটি আপনার মনে আসবেই।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।