খুব ভালো লাগলো ভাইয়া আপনার পিকনিকের অনুভূতি গুলো পড়ে। হোটেলে রান্না খাওয়া দাওয়া এটা বেশ ভালোই হলো।চিনা হাঁস দিয়ে যখন পিকনিক করেছিলেন সেই স্বাদ আর রাজহাঁসের স্বাদ একই রকম মজার লেগেছিল আপনার কাছে।যদিও আমি চিনা হাঁস কখনও খাইনি। তবে রাজহাঁস খেতে বেশ মজার। আপনাদের রান্নার কালার দেখেই তো বুঝতে পারছি খেতে ভীষণ মজার হয়েছে। খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু।