You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬০ by abb-fun

in আমার বাংলা ব্লগ10 months ago

তুমি তো দেখিয়েছিলে
আশার আলো এ দুচোখে
আজ কেন দিলে ছুঁড়ে
চোখের ও নিমিষে।

চেয়েছিলাম বাঁচতে আমি
ভালোবেসে তোমাকে
ছুটে গেছি আমি শুধু
মিথ্যে মরিচীকার পেছনে
আজ আমি বেঁচে ও আছি মরে
দুঃখ হয়েছে মোর সাথী চিরতরে।