একদম তাই আমরা যদি আমাদের পুরনো হয়ে যাওয়া শীতের কাপড় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই তবে এটার চেয়ে ভালো আর কি হতে পারে।নতুন না হয় নাই বা দিতে পারি।পুরনো কাপড় দিয়েও তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পরে।আমরা এক এক করে সবাই এগিয়ে যাব সাহায্যের হাতটি নিয়ে।মানবতাই হোক পরম ধর্ম।