আপু আমি দারাজে প্রায় সময় অর্ডার দিয়ে থাকি।নিজের পছন্দের জিনিসগুলো মার্কেটে গিয়ে না আনতে পারলেও অনলাইন থেকে নিয়ে থাকি।আপনি তো চমৎকার ছয়টি মোম অর্ডার করে নিলেন।দারুন লাগছে দেখতে।আর এটা ঠিক বলেছেন আঁকাআঁকির জন্য রঙ খুব জরুরী।ভুলে অর্ডার প্লেস করলেও দুটো রেখে দিয়ে ভালো ই করেছেন। একটা শেষ হলে অন্যটি ইউজ করবেন আর কি।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।