ঈদের আনন্দকে সামনে রেখে সবাই কম-বেশি কেনাকাটা করে এটা ই স্বাভাবিক।আর সুপার শপে গিয়ে কেনাকাটা করতে পারলে আরো বেশী ভালো হয়।একই জায়গা থেকে সবকিছু কিনতে পারলে ভালো হয়।আমাদের এখনো ঈদের বাজার করা হয়নি।আশাকরি দুএকদিনের মধ্যে হয়ে যাবে। পরিবারের সবাইকে নিয়ে সুন্দর মূহুর্ত কাটাবেন এমনটাই আশাকরি।