রোজা রেখে শপিং করা আমার কাছে ভীষণ কষ্টের মনে হয়।আর যেহেতু লন্ডনে গিয়ে কেনাকাটা করতে হয় তবে সময় নিয়ে যেতে হয়।ভাসুরের পরিবারের সাথে ঈদের কেনাকাটা শেষ করে খুব সুন্দর মতো বাসায় ফিরেছেন আর ইফতারের কিছু সময় আগে এসেছেন এটা ভালো ই হয়েছে।ঈদ প্রায় সামনে তাই হয়তো এতোটা ভীড়। তবুও সুন্দর ভাবে কেনাকাটা করে বাসায় এসেছেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।