গ্রামীণ পরিবেশ আমার ও ভীষণ পছন্দ। সবুজের সমারোহ দেখলে মনটা কেমন যেনো শীতল হয়ে যায়।আর গ্রামের ছোট ছেট বাচ্চাদের উৎসুক দৃষ্টি তাও যেনো অনেক বেশি ভালো লাগে।দুই বন্ধু মিলে চমৎকার এক ভ্রমনে সূর্য উঠার আগে রওনা দিয়ে প্রকৃতির স্নিগ্ধ সতেজ মন মাতানো পরিবেশ বেশ উপলব্ধি করেছেন তা বেশ বুঝতে পেরেছি।ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ভাবে তুলে ধরার জন্য।