আপনার লেখা পড়ে আমিও ছেলেবেলায় কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছি আপু।আমার আব্বুও লিচু এনে আমাদের কে সমান ভাগে ভাগ করে দিতো।আমি লিচুর ডালগুলো একসাথে বেঁধে ঝুলিয়ে রেখে একটা একটা করে ছিঁড়ে খেতাম।সত্যি ই সেই দিনগুলো খুব বেশী মিস করি।আপনার মতো আপনার ছোট মেয়ের ও লিচু খুব পছন্দ জেনে ভালো লাগলো। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।