বাচ্চাদের ছেলেবেলার ফটোগ্রাফি মানেই কিছু সুখ স্মৃতি।স্নো আগে পরতো এখন কম পরে। তাই বাচ্চারা অপেক্ষা করে থাকে কখন স্নো পরে।।আমাদের দেশে বাচ্চারা যেমন বৃষ্টি হতে দেখলে আনন্দ পায়।আপনাদের ওই জায়গাতে স্নো পরলে বাচ্চাদের আনন্দ হয়।ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।