শারদীয়া কনটেস্ট ১৪২৯|আমার নবমীরপূজা দেখার কিছু ফোটোগ্রাফি|(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার/আদাব/আসসালামু আলাইকুম
আমি @shipracha , বাংলাদেশ
স্থান: মহাজন টাওয়ার,ঠাকুর মন্দির ,চট্টগ্রাম
ফটো তোলার তারিখ: ০৪/১০/২০২২
ক্যামেরা: রিয়েল মি ৫
সময়: সন্ধ্যা ৬.১০মিনিট
প্রতিদিন দেখতে যাব যাব করে যাওয়া হয় না,বিকাল টাইমে প্রতিদিন বৃষ্টি হয় । তাই যেতে পারি না ,সকালে গেলে ও প্রচুর রোদ গরম ।বিকালে রেডি হলাম মনে ভাবতেছি আজ যত ঝড় তুফান আসুক যাব ,রেডি হতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে ।এরপরে একটু বৃষ্টি কমলো তারপর বাহির হলাম যাওয়ার জন্য বাহির হয়ে সোজা রিকশা নিয়ে নিলাম যেতে আবার জোরে বৃষ্টি আসতেছে প্রায় ভিজে যাচ্ছি ।পরে রিকশাওয়ালাকে বলি কাটগড় নামিয়ে দিবেন বেশি বৃষ্টি আসতেছে যাব না স্টিল মিল ।পরে কাটগড় পোঁছাতে আবার বৃষ্টি কমতে থাকল ।আবার রিকশাওয়ালা কে বলি নিয়ে যান স্টিল মিল মহাজন টাওয়ার ঐখানে একটা মন্দির আছে ওখানে পুজা দেখতে যাব । পোঁছে গেলাম মন্দিরে কারেন্ট নাই কি যে অবস্তা আবার বৃষ্টি তো হচ্ছে ।জেনারেট দিয়ে কিছু লাইটিং করছে ।সন্ধ্যা বেলা মানুষ ভিড় একটু কম ।
স্থান: মহাজন টাওয়ার,ঠাকুর মন্দির ,চট্টগ্রাম
ফটো তোলার তারিখ: ০৪/১০/২০২২
ক্যামেরা: রিয়েল মি ৫
সময়: সন্ধ্যা ৬.৩০মিনিট
গেইট টা একদম নরমাল তেমন ডেকোরেশন নাই বললে চলে ।বেশ কয়েকটা লাইটিং করেছে ।তবে খারাপ হয় নাই নরমাল মধ্য সুন্দর লাগতেছে ।কারেন্ট থাকলে মনে হয় আর ও বেশি সুন্দর লাগত ।প্রতি বছর এই দুর্গা প্রতিমাটা অনেক সুন্দর হয় এই বার ও তাই হয়েছে ।
স্থান: মহাজন টাওয়ার,ঠাকুর মন্দির ,চট্টগ্রাম
ফটো তোলার তারিখ: ০৪/১০/২০২২
ক্যামেরা: রিয়েল মি ৫
সময়: সন্ধ্যা ৬.৩৫মিনিট
গেইটে ভিতরে গিয়ে মা দুর্গা প্রতিমা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে বাস্তবে দাঁড়িয়ে আছে ।সবচেয়ে বেশি মহি শাসুর কে মনে হচ্ছে সবার দিকে তাকিয়ে আসছে ।
স্থান: কাটগড় ,চট্টগ্রাম
ফটো তোলার তারিখ: ০৪/১০/২০২২
ক্যামেরা: রিয়েল মি ৫
সময়: সন্ধ্যা ৭.১০মিনিট
তারপরে ঐখান চলে আসলাম আবার রিকশা নিয়ে একদম কাটগড় এসে দেখি মেলা বসেছে বাহিরে ।অনেক জিনিস পুতুল আর বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে ।কিছু ছবি তুলে নিলাম ।তখন আবার বেশি ঝরে বৃষ্টি শুরু হয়েছে বাবা মেয়ে বাহিরে আমার জন্য অপেক্ষা ছাতা নিয়ে আসে ।বাবা মেয়ে ভিতরে যায় না।প্রথম টা যখন দেখতে গেছি তখন ভয় পেয়েছে ।আমি ভিতরে গিয়ে ছবি তুলাম।আগে দুগা টা বেশি সুন্দর লাগছে আমার ।বাহিরে কিছু জিনিস ঘুরে ঘুরে দেখলাম।
স্থান: কাটগড় ,চট্টগ্রাম
ফটো তোলার তারিখ: ০৪/১০/২০২২
ক্যামেরা: রিয়েল মি ৫
সময়: সন্ধ্যা ৭.২০মিনিট
বাহিরে এই ফুলের টপ পুতুল এর সমারোহ আমার এই গুলো অনেক ভাল লেগে আমি কয়েকটা ফুলের টপ নিলাম ।
এই ছিল আমার নবমীর পুজা ঘুরাঘুরি আর ফটোগ্রাফি ।সবাই ভাল থাকবেন সুস্ত থাকবেন ।ভুল ক্রতি হলে ক্ষমা সুন্দ্রদৃস্টিতে দেখবেন ।ধন্যবাদ সকলকে ।
দিদি আপনি খুব ভালভাবে আপনার পুজার ঘোরাঘুরি তুলে ধরেছেন।মন্দিরটি অনেক সুন্দর।ধন্যবাদ আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।আর বিজয়ার অনেক শুভেচ্ছা রইল।শুভ বিজয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
পূজার আনন্দ গুলো দেখে এবং কি থিম গুলো দেখে সত্যি ই অবাক হয়ে গেলাম। যতই দেখছি এক এক রূপের সুসজ্জিত করেছে প্রত্যেকটা পুজামন্ডপ। আনন্দের মনে হয় যেন সীমা নেই। নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছেন আমাদের মাঝে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপানকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ঠিক বলেছেন গত কয়েকদিন ধরে সকাল থেকে বেশি রোদ থাকে। আর বিকেলের থেকে প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে পুজো দেখার আনন্দটা একদমই নষ্ট। কিন্তু শেষ ম্যাচে নবমীর পুজোর দিনে যে গিয়েছেন এটা দেখে ভালো লাগলো। দেখলাম খুব সুন্দর ভাবে সাজানো গোছ। তার সাথে আবার খুব সুন্দর মেলাও বসেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটু সময় কাটিয়েছেন।
আসলে আপু ঠিক বলছেন আপু ।অনেক ধন্যবাদ আপু ।
আপনার ফটোগ্রাফির মাধ্যমে যেটা বুঝতে পারলাম, বাংলাদেশেও তো অনেক সুন্দর সুন্দর দুর্গাপূজা হয়। ঘুরে ঘুরে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। শুভ বিজয়া দিদি আপনাকে।