আর্ট-সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট আপনাদের সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আর্ট করতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আর্ট আপনাদের সবার ভালো লাগবে।

সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট:

IMG_20241112_155604.jpgCemera: Oppo-A12.


রঙের মাধ্যমে কোন দৃশ্য আর্ট করতে অনেক ভালো লাগে। আজ আমি সেরকম একটি দৃশ্য আর্ট করার চেষ্টা করেছি। সমুদ্রের পাড়ের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তাই আমি ভাবলাম সমুদ্রের পাড়ের একটি দৃশ্য আর্ট করি। আর সেই ভাবনা থেকে সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছি। সমুদ্রের পাড়ের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। নীল আকাশের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই আমি আমার মত করে রঙের ব্যবহার করেছি আর সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • রং।
  • তুলি।

IMG20241112111823.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20241112112030.jpgCemera: Oppo-A12.
IMG20241112113209.jpgCemera: Oppo-A12.


সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট করার জন্য প্রথম ধাপে আকাশের অংশ রং করে নিয়েছি।

ধাপ-২:

IMG20241112113323.jpgCemera: Oppo-A12.
IMG20241112113402.jpgCemera: Oppo-A12.


দ্বিতীয় ধাপে সমুদ্রের অংশ রং করেছি। আর সুন্দর করে অঙ্কনের চেষ্টা করেছি।

ধাপ-৩:

IMG20241112113654.jpgCemera: Oppo-A12.
IMG20241112114408.jpgCemera: Oppo-A12.


এবার সমুদ্রের পাড়ের বালির দিকের অংশে রং করেছি। এরপর একটি গাছ অঙ্কন করেছি।

ধাপ-৪:

IMG20241112114440.jpgCemera: Oppo-A12.
IMG20241112114508.jpgCemera: Oppo-A12.


গাছ অঙ্কন হলে এবার পাতা অঙ্কন করেছি আর সুন্দর করেছি।

ধাপ-৫:

IMG20241112114813.jpgCemera: Oppo-A12.
IMG20241112115021.jpgCemera: Oppo-A12.


গাছ এবং পাতা সুন্দর করে অঙ্কন করেছি। এরপর কিছু ঘাস অঙ্কন করেছি।

ধাপ-৬:

IMG20241112115123.jpgCemera: Oppo-A12.
IMG20241112115315.jpgCemera: Oppo-A12.


এবার সবুজ রং দিয়েছি আর সুন্দর করেছি। এরপর সাদা রং দিয়েছি।

ধাপ-৭:

IMG_20241112_115946.jpgCemera: Oppo-A12.


এবার সুন্দর করে বিভিন্ন অংশে পেইন্টিং করেছি। আর এই পেইন্টিং শেষ করেছি।

উপস্থাপন:

IMG_20241112_123015.jpgCemera: Oppo-A12.


সমুদ্রের পাড়ের দৃশ্য পেইন্টিং করতে খুবই ভালো লেগেছে। এই পেইন্টিং আমি অল্প সময়ের মধ্যে করেছিলাম। আর এই পেইন্টিং গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। রঙের মাধ্যমে ভালোভাবে পেইন্টিং না করতে পারলেও মাঝে মাঝে চেষ্টা করি নতুন কোন পেইন্টিং করার। আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

রং তুলির ছোঁয়ায় সমুদ্রে দৃশ্যটি অসাধারণ এঁকেছেন। নীল আকাশ আজ এবং সুন্দর ফুল দিয়ে সহ সমুদ্রের দৃশ্যটি দুর্দান্ত হয়েছে। দৃশ্যটি অঙ্কন করার প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্যমায় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন, এই পেইন্টিং এর মাধ্যমে।অসাধারণ একটা পেইন্টিং দেখতে পেলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে রং দিয়ে বিভিন্ন দৃশ্য আর্ট করতে ভীষণ ভালো লাগে। আপনার আর্ট করা সমুদ্রের পাড়ের দৃশ্যটি দুর্দান্ত হয়েছে ভাইয়া। আর্টের প্রত্যেকটা প্রসেস খুবই সহজ ভাষায় বর্ণনা করেছেন এবং সহজভাবে উপস্থাপন করেছেন। একদম মুগ্ধ করার মত হয়েছে। যাই হোক রং দিয়ে সমুদ্রের পাড়ের সুন্দর একটি দৃশ্য আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

দারুণ এঁকেছেন ভাইয়া সমুদ্রের পাড়ের দৃশ্য টি।নীল আকাশ ফুল,গাছ সব মিলিয়ে অসাধারণ সুন্দর দৃশ্য। ধাপে ধাপে আর্ট পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

খুব সুন্দর চিত্র আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এর চিত্র হার্ট করতে দেখে ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে সুন্দর পাড়ের চিত্র। এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট টি আর্ট করেছেন। আর্ট করা দৃশ্য টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।

 last year 

দারুণ একটি পেইন্টিং করেছেন ভাই। সমুদ্রের পাড়ের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে গাছটি সবচেয়ে বেশি ভালো লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনটাও পারফেক্ট হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি এতদিন জানতাম এই রং গুলো বাচ্চাদের খেলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এখানে আসার পর থেকে দেখেছি অনেকেই রং দিয়ে দারুন সব ছবি আঁকেন। তারমানে এটি কাজের জিনিস। যাইহোক সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে দৃশ্যটি তুলির হাত ধরে ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটি এক কথায় অসাধারণ হয়েছে। নিচের পড়ে থাকা ওই ফুলগুলো আঁকার জন্য আরোই ভালো লাগছে।।

 last year 

আগে কিন্তু আমরা কেউ সেভাবে পেইন্টিং করতাম না আপু। এখন মাঝে মাঝে রং নিয়ে বসি পেইন্টিং করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 last year 

সমুদ্রের পাড়ের দৃশ্য আর্ট চমৎকার হয়েছে। আপনি চমৎকারভাবে আর্ট করেছেন। সমুদ্রের পাড়ের সৌন্দর্য সুন্দর করে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। রং দিয়ে আর্ট করলে দেখতে সত্যিই অনেক ভালো লাগে।