DIY-ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। অনেকদিন আগে এই ওয়ালমেট তৈরি করেছিলাম। কিন্তু শেয়ার করা হয়নি। আজকে যখন পোস্ট করতে বসলাম তখন ভেবে পাচ্ছিলাম না কি পোস্ট করব। এরপর হঠাৎ করে মনে পড়ল অনেকদিন আগে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলাম। আর সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আমার আজকের পোস্ট।

ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি:

IMG_20240721_215942.jpgCemera: Oppo-A12.


ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। এর আগেও বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করেছিলাম। তবে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমার নতুন অভিজ্ঞতা হয়েছিল। এই কাজগুলো মোটেও সহজ নয়। আমার কাছে তো খুব কঠিন লেগেছে। কাগজ এবং ক্লে দিয়ে সুন্দর করে ওয়ালমেট তৈরি করার জন্য আমি অনেকটা সময় ব্যয় করেছিলাম। অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছিল ওয়ালমেট তৈরি করতে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• কাগজ।
• ক্লে।

IMG20240721210338.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240721210609.jpgCemera: Oppo-A12.
IMG20240721210825.jpgCemera: Oppo-A12.


ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর ক্লে নিয়েছি।

ধাপ-২:

IMG20240721211259.jpgCemera: Oppo-A12.
IMG20240721212031.jpgCemera: Oppo-A12.


এবার সুন্দর করে কাগজের উপর ক্লে বসিয়ে দিয়েছি। আর নিচে কিছু অংশে ক্লে বসিয়ে দিয়েছি।

ধাপ-৩:

IMG20240721212128.jpgCemera: Oppo-A12.
IMG20240721212146.jpgCemera: Oppo-A12.


এবার ঘাসের ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করেছি।

ধাপ-৪:

IMG20240721212413.jpgCemera: Oppo-A12.
IMG20240721212441.jpgCemera: Oppo-A12.


এবার ছোট ছোট কিছু পাতা তৈরি করার চেষ্টা করেছি। যাতে এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।

ধাপ-৫:

IMG20240721212627.jpgCemera: Oppo-A12.
IMG20240721212925.jpgCemera: Oppo-A12.


পাতাগুলো সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করেছি। এবার হলুদ রঙের ক্লে নিয়েছি।

ধাপ-৬:

IMG20240721213022.jpgCemera: Oppo-A12.
IMG20240721213237.jpgCemera: Oppo-A12.


এরপর সুন্দর করে ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। আর নকশা তৈরি করার চেষ্টা করেছি।

ধাপ-৭:

IMG20240721213653.jpgCemera: Oppo-A12.
IMG20240721214000.jpgCemera: Oppo-A12.


এভাবে ধীরে ধীরে অন্য কিছু রং এর ক্লে ব্যবহার করে সুন্দর করে নকশাগুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করার প্রস্তুতি নিয়েছি।

ধাপ-৮:

IMG20240721214327.jpgCemera: Oppo-A12.


এবার ধীরে ধীরে বেশ কিছু ডিজাইন করেছি। আর সুন্দর করার চেষ্টা করেছি।

শেষ ধাপ:

IMG_20240722_124228.jpgCemera: Oppo-A12.


এভাবে বিভিন্ন অংশের কাজ করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20240721_220803.jpgCemera: Oppo-A12.


সব সময় কাগজের ওয়ালমেট তৈরি করা হয়। তাই এই কাজটি করতে আমার অনেকটা সময় লেগেছে। ক্লে ব্যবহার করে কোন কিছু তৈরি করাটা আমার কাছে খুবই কঠিন মনে হয়। একপাশে কাজ করতে গিয়ে আরেক পাশে লেগে যায়। তাই আমি ভালোভাবে করতে পারিনি। তবে তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা আমার তৈরি করা ওয়ালমেট কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last month 

ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখতে দেখতে খুবই সুন্দর লাগে। ফুল যতটা সুন্দর হয় ওয়ালমেট দেখতে ততই সুন্দর হয়।

 last month 

ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আজকে আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন ভাইয়া। আপনার তৈরি করা এই চমৎকার ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো আমার। এক কথা বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার ওয়ালমেট। কারণ ফুল আকৃতির হওয়ায় বেশ দেখার মত ছিল।

 last month 

ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে ভাই। তাই মাঝে মাঝে নতুন কোন কিছু তৈরি করার চেষ্টা করি।

 last month 

আজকাল ক্লের ব্যবহার প্রায় সকলেই করে থাকে। সবাই ক্লে দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। এসব জিনিস তৈরি করা বেশ ধৈর্যের ব্যাপার। আমার এগুলো তৈরি করতে বেশ ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠেনা। ভাইয়া আজ আপনি ক্লে দিয়ে বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতেও অসাধারণ লাগছে। প্রত্যেকটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

ক্লে ব্যবহার করে অনেকেই নতুন কিছু তৈরি করছে। তাই আমিও তৈরি করেছি আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ক্লে এবং কাগজ ব্যবহার করে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করে ওয়ালমিটি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

ক্লে এবং কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। মন্তব্য করার জন্য।

 last month 

অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ক্লে ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। এতো সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম ভাই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।

 last month 

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last month 

এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়ে গেলাম। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এটা অবশ্য ঠিক ক্লে দিয়ে কাজ করাটা অনেক ঝামেলার। তবে আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

 last month 

ক্লে দিয়ে কাজ করাটা অনেক ঝামেলার মনে হয়েছে। সময় নিয়ে কাজ করতে হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last month 

ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেট টি আমার কাছে খুব ভালো লেগেছে।এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।

 last month 

ভাইয়া ক্লে দিয়ে কিছু বানানো এতটা সহজ নয়। আপনি দেখতেছি অনেক সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার বানানো ওয়ালমেট সত্যি অসাধারণ হয়েছে। তবে আমি নিজেও মাঝেমধ্যে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করি। ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট ক্লে দিয়ে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

একদম ঠিক বলেছেন আপু কোন কাজ আসলে সহজ নয়। তবে প্রথম প্রথম এই ধরনের কাজগুলো করাটা ঝামেলার।