You are viewing a single comment's thread from:
RE: কুঞ্জবিহারীর নিকুঞ্জ - পর্ব ০২
চমৎকারভাবে দ্বিতীয় পর্বটি আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। এই পর্বটি পড়ে অনেক ভালো লাগলো। কুঞ্জবাবুর বহু দিনের শখ ছিল কুকুর পোষার। কিন্তু হরনাথবাবুর ভয়ে তিনি কুকুর পুষতে ভয় পেতেন। কুঞ্জবাবু তার পিতাশ্রী হরনাথবাবুকে ভীষণ ভয় পেতেন। হরনাথ বাবু আহত কুকুরটিকে দেখে সাহায্যের জন্য এগিয়ে যায়। কুকুরের কাছে গিয়ে তার আহত হওয়ার রহস্য উদঘাটন করার চেষ্টা করে। অবশেষে হরনাথবাবু কুকুরের আহত হওয়ার রহস্য উদ্ঘাটন করেন। কুকুরটি চারটি গুলি খেয়ে আহত হয়েছিল। চারটি গুলি খাওয়ার পরেও সেই কুকুরটি এখনো বেঁচে রয়েছে এটা নিয়েই হরনাথ বাবুর মনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। আশাকরি আগামী পর্বে জানতে পারবো হরনাথবাবু কুকুরটিকে পরবর্তীতে কি করলেন। আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম দাদা।