RE: রাগ নিয়ন্ত্রণের একটি সহজ উপায়।
ভাইয়া আমি যখন আপনার লেখা পড়ছিলাম তখন আমার একটি কথাই মনে হয়েছিল বারবার রাগ মানুষকে সব সময় ধ্বংসের দিকে নিয়ে যায়। আসলে আমাদের সবসময় উচিত রাগ সংযত রাখা। আমরা যদি নিজের রাগ সংযত রাখতে পারি তবেই ভালো থাকতে পারবো। আপনি একটি রাগী মহিলার উদাহরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। আসলে আমাদের বাস্তব জীবনের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন ভাবে রাগান্বিত হই। সেই সময় আমরা নিজের অজান্তেই অনেক আজেবাজে কথা বলে ফেলি যা পরবর্তীতে আমাদের লজ্জাকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আমরা যখন রাগান্বিত হই তখন যদি চুপ থাকি তাহলে আমার মনে হয় সেই পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবো। খুবই শিক্ষণীয় একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। এই পোস্টটি আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।