RE: কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"
যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।
ভালোবাসা পাবার জন্য প্রেমিক হৃদয়ের এই ব্যাকুলতা হৃদয়ে গিয়ে আঘাত করলো। হয়তো এভাবেই ভালোবাসার মানুষটি অন্য কারো কাছে হারিয়ে যায়। হয়তো সত্যিকারের ভালোবাসা অন্য কোন একজনের মধ্যে বিলীন হয়ে যায়। তবুও দূর থেকে ভালোবাসা যায়। দূর থেকেও খাঁটি ভালোবাসা তৈরি করা যায়। পাশে থেকেই যে শুধুমাত্র খাঁটি ভালোবাসা তৈরি যায় তা কিন্তু নয়। হয়তো ভাগ্যের নির্মমতার কাছে ভালোবাসা আজ ব্যর্থ। তবুও দূর থেকে ভালোবেসে যেতে চায় এই প্রেমিক মন। দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️
Thank You for sharing...