আমার সিলেট ভ্রমণ কাহিনী :

IMG_20200228_122135.jpg
IMG_20200228_122118.jpg

সবাই কে আসসালামুয়ালাইকুম । আশা করি আল্লাহর রহমতে এই করোনা মহামারী থেকে সবাই সুস্থ আছেন । আজ আমি আপনাদের সাথে আমার ২০২১ সাল এর সিলেট ভ্রমণ এর কাহিনী শেয়ার করবো । তাহলে চলুন শুরু করা যাক:-
আমার বাসা সিরাজগঞ্জের সদর এ,আমি একজন ছাত্র আমি এইবার ২০২১ এ ইন্টার পরীক্ষা দিয়েছি সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ থেকে । পরীক্ষা শেষ হবার পর এ আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করি যে আমরা কোথাও ঘুরতে যাবো । তারপর আমরা সবাই কিছুক্ষণ আলোচনা করে ঠিক করি যে আমরা সিলেট ভ্রমণ এ যাবো । তো যে কথা সেই কাজ ঠিক করার ২-১ দিন এর ভিতর এই আমরা সিলেট এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি । আমরা বাস এ সিলেট যাবার সিদ্ধান্ত নেই । তার পর আমরা সিলেট এর টিকেট কেটে সিলেটগামীএকটি বাস এ উঠে পরি । আমাদের বাস ছাড়ে সন্ধ্যা ৭ টায় । আমরা ৬ জন বন্ধু ছিলাম এই ভ্রমণ এ । এর পর বাস চলতে শুরু করে । সেদিন আবহাওয়া বেশ ভালই ছিল । এর পর বাস চলতে চলতে কুমিল্লা তে একটা রেস্টুরেন্ট এ থেমে একটা যাত্রা বিরতি দেয় । সেখানে আমরা ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেই আর রাত এ খাবার জন্য কিছু খাবার কিনে নেই । এরপর বাস আবার চলতে শুরু করে।বাস চলতে চলতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজের ও মনে নেই । এর পর ঘুম ভাঙে সিলেট শহর এ তখন প্রায় সকাল ৬:৫০ বাজে বাস থেকে নেমে দেখলাম ভোর এর সিলেট শহর খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । তারপর আমরা লোকজন এর থেকে শুনতে পারি সিলেট এর যে ঐতিহ্যবাহী ''হযরত শাহজালাল (র:)'' মাজার আমাদের অবস্থানরত স্থান থেকে খুব কাছেই এবং ৫-৬ মিনিট হাঁটলেই নাকি আমরা মাজার পেয়ে যাবো ।
তার পর আমরা সবাই হাঁটা শুরু করি এবং কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই সিলেট এর ঐতিহ্যবাহী মাজার এ পৌঁছে যাই । সেটি আসলেই অনেক সুন্দর ছিল । আমরা মাজার এর ভিতর এ যাই মাজার টি আকার এও ছিল অনেক বড় । মাজার এর ভিতরে অনেক মানুষ এর ভিড় ছিল । এরপর আমরা মাজার এর ভিতর কিছু ছবি তুলি এবং অনেক নতুন নতুন ঐতিহ্যবাহী জিনিস দেখতে পারি এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারি।
IMG_20200301_235917.jpg
এর পর মাজার পুরো পুরি দেখা শেষ করে আমরা সকাল এর নাস্তা করে নেই একটি হোটেল থেকে । তারপর আমরা রওনা দেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলং এর উদ্দেশ্যে আমরা সেখান থেকে জাফলং এর একটি বাস এ উঠে পরি তারপর দুই আড়াই ঘণ্টা পর আমরা জাফলং পৌঁছে যাই । আহ সে কি সৌন্দর্য জাফলং এর যা ভাষায় প্রকাশ করার মত না । আমরা বাস থেকে নেমে জাফলং এর সৌন্দর্য উপভোগ করা শুরু করি । এর পর আমরা জাফলং এর নদী তে নামী গোসল করার জন্য । পানি তে নামার পর দেখলাম পানি অসম্ভব রকম এর ঠান্ডা যাক যেকোনো রকম এই হোক আমরা ওই ঠান্ডা পানি তেই গোসল করে নেই ।
IMG_20200302_003859.jpg
তার পর আমরা গোসল করে ওঠার পর আমরা সেখান থেকে একজন ক্যামেরাম্যান নিয়ে কিছু ছবি তোলার জন্য ভাড়া করি । তারপর আমরা সবাই বেশ কিছু ছবি তুলে নেই । তো ছবি তোলা শেষ এ আমাদের সবার ই তখন প্রচুর খুদা লেগেছিল তখন আমরা একটা হোটেল এ গিয়ে দুপুর এর খাবার খেয়ে নেই । খাওয়া শেষ এ আমরা জাফলং এর বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা করতে যাই । যেমন : চকলেট,সাবান, কাঠ বাদাম ইত্যাদি আরো নানান রকমের জিনিস । এবার কেনাকাটা শেষ এ আমরা আর কিছুক্ষণ জাফলং এ ঘোরা ফেরা করি তার কিছুক্ষণ পর সূর্য অস্ত যেতে শুরু করে আমরা জাফলং থেকে সূর্যাস্ত উপভোগ করি । সে দৃশ্য টি ছিল অপরূপ সৌন্দর্যে ভরপুর । এরপর জাফলং ভ্রমণ শেষ এ আমরা আবার সিলেট মূল শহর এ ফেরত আসলাম রাত্রিযাপন করার জন্য এবং আমরা ২ টা রুম ১ রাত এর জন্য ভাড়া নিলাম ।
IMG_20200302_002713.jpg
পরদিন সকাল সকাল নাস্তা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল এর উদেশ্যে সকাল ১০ টার দিক আমরা শ্রীমঙ্গল গিয়ে পৌছালাম । শ্রীমঙ্গল এ প্রচুর চা বাগান আর চা বাগান । শ্রীমঙ্গল এ পাহাড় ও দেখলাম অনেক পাহাড় এর ওই চূড়ায় উঠলে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় প্রকৃতির কাছে । এরপর শ্রীমঙ্গল ঘুরে দেখতে দেখতে দুপুর হয়ে যায় এবং আমরা হোটেল থেকে দুপুর এর খাবার খেয়ে নেই । এরপর বিকেল এ একটু সিলেট শহর এর ভিতর কিছু জায়গায় ঘোরা ফেরা করে আল্লাহর নাম করে আমরা সন্ধায় সিরাজগঞ্জ এর বাস এ উঠে পরি ।
তো এই ছিল আমার সিলেট ভ্রমণ কাহিনী । আশা করি সবাই উপভোগ করেছেন।লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টি তে দেখবেন এবং আমাকে সবাই স্টিমিট এ সাপোর্ট করবেন । সবাইকে ধন্যবাদ ।
আসসালামুয়ালাইকুম ।

Sort:  

nice your post

 3 years ago (edited)

Good job

You have a good writer