নিজের রচিত কবিতা আবৃত্তি ১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সবাই কে
শুভেচ্ছা ও অভিনন্দন



আমার বাংলা ব্লগের সকলেই আশাকরি ঈশ্বরের কৃপায় ভালো আছেন।আজ আবারো একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো। আমি ইতি পূর্বে হয়তো তিন চার বার আবৃত্তি করেছি। আজ আমার লেখা একটি কবিতা আবৃত্তি। বুঝতেই পারছেন নিজের রচিত কবিতা আবৃত্তি নিজের মত করে করবো।যদিও আমি খুব একটা ভাল আবৃত্তি করতে পারি না। তবে চেষ্টো করতে দোষ কি। আপনার হয়তো আমার এই কবিতা টি পড়েছেন তো আজ না হয় একটু আবৃত্তি শুনলেন।

diya-2918628_1920.jpg

ফ্রি ইমেজ

2.2.png

বেশ কিছু দিন পর আবারো আবৃত্তি করার চেষ্টা তবে আবৃত্তি বা গান যে কোন টাই করতে মন ঠিকঠাক থাকাটা প্রয়োজন। মন চঞ্চল কিংবা কিছুটা বিক্ষিপ্ত থাকলে কোন কাজই ভাল হয় না। যা হোক নিজে কবিতার আবৃত্তির লিংক টি দিয়ে দিলাম শুনতে পারেন।

2.2.png

2.2.png

কবিতা
"তোমায় দেখবো বলে"

স্বরচিত।

2.2.png

আকাশে মেঘের গর্জন, চারিদিকে বিদুৎতের চমকানি
বেরিয়েছি আমি দেখবো বলে তোমার মুখখানি
আমার বাড়ি তোমার বাড়ির থেকে অনেক দূরে
হাটতে হবে বেশ কিছুক্ষন হাটছি গানের সুরে

ঈশান কোনে মেঘ জমেছে বৃষ্টি নামবে বলে
মেঘের ডাকে চাঁদ তারারাও তাইতো গেল চলে
রাস্তাটিও নীরব ছিল জন মানব হীন
ছাতাটিও উড়তে চাইছে ধরে রাখাও কঠিন


পৌছে গেছি তোমার বাড়ির পেছনের দিকটাতে
ঠিক ঐ খানেতেই তুলশি তলায় প্রদীপ জ্বালবে রাতে
একটা জায়গা ফাঁকা ছিল আটকায় নি তোমার বাবা
তুমি হয়তো নানান ছলে দিয়েছিলে বাধা


ছাতা হাতে দাড়িয়ে আমি তোমার অপেক্ষাতে
তুলশি তলায় আসবে তুমি সন্ধ্যা প্রদিপ হাতে
ইটের সাথে হোঁচট খেয়ে উহ মা উঠি বলি
তুমি তখন উঠলে বলে কে কে ওখানে শুনি


প্রদিপ হাতে তুমি যখন এগিয়ে এলে কাছে
আমায় দেখে বললে তুমি এই ভাবে কেউ আসে
বিভোর ছিলাম প্রদীপ শিখায় তোমার নয়ন পানে
তুমি আমায় বকছো কিন্তু যাচ্ছিল না মোর কানে।


সন্ধ্যা কখন গড়িয়ে যেন রাত্রি নেমে এল
হটাৎ করে বৃষ্টির ছাটে প্রদীপ নিভে গেল
যাবার আগে বললে তুমি আমার কানে কানে
ফিরে যাও আর এসো না এমন রাত্রি কালে

2.2.png

তো আজ এখানেই শেষ করছি। খুব একটা ভাল আবৃত্তি করতে হয়তো পারিনি। তবে আবারো চেষ্টা করবো নতুন কোন কবিতা আবৃত্তি। যা হোক যদি কোন ভুল বা জিজ্ঞাসা থাকে তাহলে মন্তব্য করতে করতে ভুলবেন না কিন্তু। আমার বাংলা ব্লগের সবাই কে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি । আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । সকলে ভাল থাকবেন। শুভেচ্ছা।

2.2.png

কবিতা টি রেকডিং এর জন্য ব্যবহৃত যন্ত্র | কম্পিউটার


ক্যামটাসিয়া দিয়ে ভিডিও টি তৈরী

ভিডিও তে যে ছবি ও ভিডিও ব্যবাহর করেছি সেগুলো ফ্রি। ডাউনলোড লিংক নিচে দেয়া আছে

ইমেজ

ভিডিও


2.2.png

020.png

2.2.png

Untitled-1.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার কবিতা আবৃতি কিংবা গান খুব ভালো করেন।এক কথায় অসাধারণ। কবিতাটি ও বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

তাই আমার কবিতা বা গান আপনার ভাল লেগেছে শুনে আমি আনন্দিত । ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই কি দারুন কবিতা লিখেছেন। কবিতাটি যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃত্তি। আপনার স্বরচিত কবিতা এবং কবিতা আবৃত্তি দুটোই আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাই এত চমৎকার একটি কবিতা লিখে আবার তা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সত্যি তাই আমি তো আপনার মন্তব্য পড়ে অবাক। হা হা। ধন্যবাদ ভাই কবিতাটি ভাল লাগার জন্য।

 2 years ago 

আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতা আপনার আমার খুবই ভালো লাগে। এত চমৎকার ভাবে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এত চমৎকার মন্তব্য করে আমাকে আনুপ্রানিত করার জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

 2 years ago 

দাদা,একে তো আপনার কন্ঠ অনেক সুন্দর তার উপরে আবার নিজের লেখা কবিতা।সবমিলিয়ে অনুভূতিগুলি নিজের মতো করে আবৃত্তি করা দারুণ হয়েছে।আর কবিতাটিও খুবই সুন্দর 👍,ধন্যবাদ দাদা।

 2 years ago 

কি জানি কতটা ভাল ভাবে আবৃত্তি করতে পেরেছি। ধন্যবাদ বোন সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার লেখা গুলো আমার সব সময় ভালো লাগে পড়তে। আজ চোখ বুজে শুনলাম শুধু। খুব দরদ দিয়ে করেছেন দাদা আবৃত্তি। এই ধারা টা ধরে রাখবেন আশা করি। প্রণাম রইলো

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61233.41
ETH 2934.46
USDT 1.00
SBD 3.56