Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমার আসমানি বাড়ি যেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে সব ঘুরে ফিরে দেখতে।ঠিক বলেছেন ভাইয়া সব কিছু আর আগের মত নেই।নেই ভেন্না পাতার ছাউনি,দেখতে পেলাম না পদ্মফুল ভরা পুকুর। খুব ভালো লাগলো ছবিটি দেখতে আমার তো এক খুব ঘুরতে করতে যেতে ইচ্ছা করছে।

 2 years ago 

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসমানি কবিতা টা আমার অনেক প্রিয় ছিল। এর আগে শুনেছিলাম সত্যি সত্যি ফরিদপুরের রসুলপুরে আসমানির বাড়ি আছে। আজ আপনার মাধ্যমে দেখাও হয়ে গেল। তিনি যে কতটা বিখ‍্যাত শুধুমাত্র একটা কবিতার মধ‍্য দিয়ে সেটা হয়তো নিজেও জানতেন। তবে তিনি যে পৃথিবীর মায়া ত‍্যাগ করে চলে গেছে এটা জেনে খারাপ লাগল।

 2 years ago 

আজকে আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। কবিতাটি আমি অনেক পড়েছি‌ । কিন্তু আসমানীদের বাড়ী কখনো দেখা হয় নি আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। এত চমৎকারভাবে পুরো পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই আমাকে রেখেই গেলেন। যাই হোক অবশেষে খুজে পেয়েছেন তাহলে। কবিতাটি প্রায় ভুলেই গিয়েছিলাম। আজ আবার পড়াতে মনে পড়ে গেল। ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটা ব্লগ উপহার দিয়েছেন দাদা। কবিতা টা পড়েছি অনেকবার। তবে এই প্রথম দেখলাম কবির সেই আসমানীদের বাড়ি। অনেক ভালো লাগলো সত্যি। ভুলের পরেও যে থেমে না যেয়ে আবার ঠিক বাড়ি খুঁজে বের করেছেন পরবর্তিতে এটা দারুন লাগলো । আর দাদা বর্তমান যুগ টা শুধু শো আপ করতেই জানে। প্রচারণার জন্য লোক দেখানো কাজ করতে সবাই খুব ভালো পারে। এসব নিয়ে মন্তব্য লিখতে গেলেও শেষ হবে না যেন।
আর দাদা সব শেষে ভিডিও টা দিয়ে খুব ভালো করেছেন। খুব কাছ থেকে যেন আরো দেখে আসলাম।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70453.17
ETH 3808.25
USDT 1.00
SBD 3.51