ভারচুয়াল মার্ষ্টার কার্ড

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বব

Sort:  
 2 years ago 

অনেক কাজের একটি জিনিস।আপনার পোস্ট টি অনেক উপকারে লাগবে।অনেক সুন্দর ও সহজভাবে ব্যাখ্যা করেছেন ধাপগুলো। অনেক ধন্যবাদ দাদা এমন হেল্পফুল একটি টিউটোরিয়াল এর জন্য।

 2 years ago 

ভাইয়া অনেক দিন পর আপনার পোস্ট পড়লাম।ভাইয়া কি পোস্ট করেন না কি? যাই হোক কোন কার্ড সম্পকেই আমার ধারনা নেই, আর ভারচুয়াল মার্ষ্টার কার্ড তো নেই। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করতে পারছি।আমার পার্স পোটেই নেই। 😭

 2 years ago 

ভার্চুয়াল মাস্টার কার্ড যেটা খুবই প্রয়োজনীয় । আসলে প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে কিছু বিশেষত্ব নিয়মাবলী থাকে যেটা আপনি বললেন। তাছাড়া এই কার্ড সম্পর্কে আমার ধারণা ছিল না যেটা আপনার ব্যাখ্যার মাধ্যমে জানতে পারলাম।

 2 years ago 

অনেকদিন পর আপনার পোস্ট সামনে পেলাম। আর খুবই উপকারি একটি বিষয় শেয়ার করেছেন। বাংলাদেশে তো ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। পাসপোর্ট লাগে। ডলার এন্ডোজ করতে হয় আরো কত কি। এর চেয়ে এভাবে করা কতো সহজ। আবার বাইনেন্স থেকে ডিপোজিট ও করা যায়। সত্যি কাজের ভাই।

 2 years ago 

বাহ বেশ কাজের একটি ভিডিও।তবে ভিডিওতে আপনার কথাগুলো একদম প্রফেশনালি মনে হচ্ছে,মনে হচ্ছে কোনো ইউটিউবার এর কথা শুনছি😁।যাইহোক অনেকদিন পর আপনি ফিরে এসেছেন দেখে ভালো লাগলো।শুভকামনা রইলো দাদা আপনার জন্য।🖤

 2 years ago 

আমি কোথায় গিয়েছিলাম যে ফিরে আসবো। পোষ্ট করি মাঝে মাঝে।

 2 years ago 

অনেকদিন থেকেই আপনার পোস্ট দেখি না তো।এই জন্যে ভাবলাম ইন এক্টিভ হয়ে গেছেন বোধয়,আর তাই জন্য বললাম।🙏

 2 years ago 

এই তো আছি কদিন। আর হয়তো পারবো না কাজের চাপে।

 2 years ago 

অনেকদিন পর আপনার কাছ থেকে আবার শিক্ষনীয় একটি পোস্ট পেলাম, আপনার কাছে সব সময় ক্রিয়েটিভ জিনিষ গুলো পাওয়া যায়, আমি নিজেও এটি ট্রাই করবো। সাবস্ক্রাইব করে রাখলাম এবং আশা করি পরবর্তী ভিডিওটাও পোস্ট করা হবে এ প্লাটফর্মে সে অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

আপনার আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68897.34
ETH 3759.92
USDT 1.00
SBD 3.44