Sort:  
 2 years ago 

বিদ্যুৎ এর সমস্যা লিখে শেষ করা যাবে না। এর দ্বায়ভার অবশ্য আমাদেরই। জ্বালানি খরচ করছি বেশি, ব্যাটারিচালিত রিক্সা ব্যবহার করছে। অনায়াসে গাছপালা কেটে ফেলছে। পরিবেশের উপর যেন বিরূপ প্রভাব পড়ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সময়ের কাজগুলোর সিডিউল পরিবর্তন হয়ে গেছে।

 2 years ago 

সত্যি তাই সমস্যার কথা লিখে শেষ করা যাবে না। যেহেতু সমস্যা গুলো আমরাই তৈরী করেছি। আমাদের এখানে তো সিডিউল বলতে কিছুই নেই যখন তখন নাই হয়ে যাচ্ছে ফলে সমস্যা আরো বেড়ে যাচ্ছে।

 2 years ago 

আসলে ভাই আপনি যতটুকু বুঝেন। প্রশাসন মনে হয় ততটুকু বোঝে না অথবা সবকিছু দেখেও না দেখার ভান করে। ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল আরো অনেক আগেই। এই ভয়াবহ বিদ্যুৎ সংকটের মধ্যে এটা আসলেই একটা বাড়তি সমস্যা। খুব তাড়াতাড়ি এই সমস্যা কেটে যাওয়ার কোন লক্ষণ দেখছি না। ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।

 2 years ago 

ভাই মূলত এটা তো প্রশাসনের কাজ নয় একটা শহর নিয়ন্ত্রন করে জেলা প্রশাসক এবং পৌর চেয়ারম্যান তারাই তো নির্বিকার । কি আর করার পড়েছি পাগলের হাতে খানা খেতে হবে সাথে।

 2 years ago 

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। আসলেই নিয়ন্ত্রণভাবে ব‍্যাটারি চালিত যানবাহন যে হারে বেড়েছে এটাও বিদ‍্যুৎ ঘাটতির একটি কারণ। আমরা তো সরকারের দোষ দিয়েই হাত ধুয়ে ফেলি। এবং ইন্টারনেট সমস্যা টা সত্যি অনেক জালাচ্ছে। আমি নিজেও এই সমস‍্যার সম্মূখিন হচ্ছি 😢😢😢।

 2 years ago 

একমত হতে হবে নতুবা আমি কিন্তু রেগে যাবো সত্যি কে সত্যি বলতে হবে। হা হা । বাংলাদেশে ইন্টারনেক কখনই ভাল ছিল না তারপরেও মন্দের ভাল যতটুকু ছিল সেটুকোও শেষ করবে।

 2 years ago 

বর্তমান সময়ে ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমাদের প্রতিটি মুহূর্ত বিদ্যুতের ওপর নির্ভরশীল। কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা বিদ্যুৎ এর অপব্যবহার করছি প্রতিনিয়ত। আর বিদ্যুতের সংকটটা কিছুটা এর কারণেই হচ্ছে। কিন্তু তবুও আমরা নিজেদের দোষটা স্বীকার করতে নারাজ।
সব সমস্যা কেটে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট খুব দ্রুতই দূর হয়ে যাক এই কামনা করা ছাড়া এখন আর কিছুই করার নেই।

 2 years ago 

সঠিক বলেছেন আপু আমরাও চাই সমস্যা দূর হোক কিন্তু যারা নীতি নির্ধারক তারাই তো সমস্যায় জর্জরিত।