You are viewing a single comment's thread from:

RE: জীবনের প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ4 years ago

চিন্তা করা যায় দাদা ১২৮ এম বি রেম আর ৪০ জিবি হার্ড ড্রাইভ। তারপরও কম্পিউটার ভাল গতিতেই চলতো। আর এখন আমরা সব চাইতে কম হলেও ৮ জিবি রেম এর নিচে কোন কাজই করতে পারি না। আর হার্ড ড্রাইভ তো এক টেরা । সত্যি অদ্ভুত এক আনন্দ হয়েছিল আপনার। আমার বাড়ীতে ২০০৪ সালে প্রথম কম্পিউটার ঢোকে। আমি যেহেতু একমাত্র ছেলে তাই সব কিছুই আমার মতন। আমারও 128 রেম ছিল। হার্ড ডিস্ক ৪০ । তবে তাতে আমি মিষ্টিরিয়াস আই ল্যান্ড গেম খেলেছি। উইন্ডোজ এক্স পি ব্যবহার করতাম।