ছোট ভাইয়েরা এসএসসি পরীক্ষায় পাশ করাতে তান্দুরী চা খাওয়ালো || ১০% shy-fox🌼💗

আসসালামু আলাইকুম

আজ বৃহঃস্পতিবার, 6 জানুয়ারি, ২০২২।

বাংলা মাসের ২২ ই পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহঃস্পতিবার |

GridArt_20220106_211346251.jpg



গত বছরের ৩০শে ডিসেম্বর এ ২০২১ সালে এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিয়েছিলো। আমার এলাকার আমার অনেক কাছের ছোট ভাই আছে। তাদের ভিতর রাতুল এবং রেসাদ আমার খুব কাছের।আমি তো বাসায় ছিলাম,ইউনিভার্সিটির এক্সাম শেষ মোটামুটি বন্ধ আছে ১২/১৩ দিন।হঠাৎ ছোট ভাইয়েরা রাতে বললো ভাই এসএসসি পরীক্ষায় পাশ করেছি তোমাকে খাইয়াবো, আমিও বললাম আচ্ছা চল সারাজীবন আমি খাইয়াইছি আজ তোরা খাওয়াবি হাহাহা।


IMG-20220104-WA0006.jpg

IMG-20220104-WA0001.jpg

IMG-20220104-WA0003.jpg

IMG-20220104-WA0004.jpg



What's 3 Word Location


ওরা বললো ভাইয়া নড়াইল ফেরীঘাটের ওই পারে তান্দুরী চা বানাই, আমি বললাম তাইলে চল ওইখানেই জাই তান্দুরী চা খেয়ে আসি৷আমি মোটামুটি তখন বাইরে ছিলাম, সাথে আমার বাইক ছিলো। আমার বাইক নিয়ে শীতের রাতে ছুটে চললাম তান্দুরী চায়ের জন্য। আমাদের বাসা থেকে ফেরীঘাটের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার তাই আসতে আসতে বাইক চালিয়ে গেলাম।অবশেষে পৌছে গেলাম, সেই আমাদের কাংখিত তান্দুরী চায়ের দোকানে । দেখলাম যার দোকান, তার বয়স অনেক কম।


IMG-20220104-WA0011.jpg

IMG-20220104-WA0012.jpg

IMG-20220104-WA0008.jpg

IMG-20220104-WA0010.jpg



What's 3 Word Location



আমি শুনলাম এই৷ ছোট বয়সে কেনো সে দোকান দিলো সে বললো পরিবারের চাপ তার উপর তার বাবা কৃষক,এই জন্য এই ছোট্ট বয়সে সে চায়ের দোকান দিয়েছে।তারপর সে আমাদের তান্দুরী চা দিলো। তান্দুরী আসলেই একটা মাটির কাপে দিলো অনেক গরম দুধ, তারপর কিছু মিস্টান্ন দিলো। নাম জানি না ওতো কিছুর৷ আমাদের একটা পাশের বসার স্থান দিলো। আমরা সেখানে বসলাম চা খাওয়ার জন্য। আমি তাদেরকে সাজেশন দিলাম যে ভালো করে পড়াশুনার জন্য, যাতে তার ইন্টারমিডিয়েট এক্সামে ভালো করে পড়াশুনা করতে পারে, আর উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে পড়তে পারে।এভাবেই আমাদের গল্প বাড়তে লাগলো আর চা ফুরাতে লাগলো হাহাহাহা।পচিশে আমাদের তান্দুরী চাখাইয়া শেষ হলো , এবং আমি বিল দিতে গেলাম কোনোমতেই তারা বিল দিতে দিলো না। তারপর আমরা আমার বাইক চালিয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। আমি তান্দুরী চায়ের ভিডিও করেছিলাম। ইনশাআল্লাহ নেক্সট পোস্টে ভিডিও আকারে দিবো। আজ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ 💗💗💗💗


IMG-20220104-WA0015.jpg

IMG-20220104-WA0013.jpg

IMG-20220104-WA0016.jpg

IMG-20220104-WA0014.jpg



What's 3 Word Location

আমার পরিচয়

1.png

-cover_copy.png

images_1.png

standard_Discord_Zip.gif

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ইতি
শফিকুল ইসলাম শুভ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

ভাইয়ের সাথে কিছু আনন্দময় মূহুর্ত কাঠানো কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া💗💗💗

চা মানেই অন্যরকম ভালোবাসা ভাইয়া। আর তন্দুরি চা বেশ ভালই লাগে। ছোট ভাইয়ের পাশ করা উপলক্ষে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার সন্দেহমুক্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য জন্য , ভাইয়া মনে কস্ট পাইয়েন না কমেন্ট করার সময় একটু চেক করে নিবেন। কিছু বানান ভুলের কারণে ভিন্ন ভাবে লেখা আসে।দয়া করে একটু ঠিক করে নেবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71138.51
ETH 3842.89
USDT 1.00
SBD 3.48