"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

Contest_copy-2.png
প্রিয়, আমার বাংলা ব্লগ বাসি । আমি বিশ্বাস করি, এই মূহূর্তে যারা আমাদের কনটেন্ট পড়ছে, তারা সকলেই ভালো আছে এবং প্রতিবারের ন্যায়,এবারও আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি। যার সার্বিক সহযোগিতায় আছে, আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং সর্বোপরি আমি মনে করি, আমাদের কমিউনিটিতে যারা আছে, তারা ভীষণ সৃজনশীল মানুষ ।


প্রকৃতি ভালবাসেনা, এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল । আমি মনে করি, যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারাই হচ্ছে পৃথিবীর সবথেকে সুখী মানুষের তালিকায় অন্তর্ভুক্ত। কারণ যাদের ভিতরে প্রকৃতি প্রেম থাকে, তাদের ভিতর প্রকৃত মনুষত্ববোধ ফুটে ওঠে প্রতিনিয়ত তাদের আচার-আচরণের মাধ্যমে ।
আমরা এবার আয়োজন করতে যাচ্ছি, প্রকৃতির ফটোগ্রাফি কেন্দ্রিক প্রতিযোগিতা। আমি বিগত সময়েও লক্ষ্য করেছি, কমিউনিটিতে আমাদের যে সকল ইউজার আছে। তারা অধিক সময় বিভিন্ন রকমের ফটোগ্রাফি করে থাকে। তবে তার মধ্যে প্রকৃতির ফটোগ্রাফি বেশি ।তাই ইউজারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে, এবারের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার বিষয়ঃ প্রকৃতির ফটোগ্রাফি ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে:

আপনার প্রকৃতির মধ্যে কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করতে হবে।

আপনার প্রকৃতির ফটোগ্রাফি কেন্দ্রিক আপনার নিজস্ব কিছু মতামত তুলে ধরতে হবে।

আপনি যেখান থেকে ছবিগুলো তুলেছেন সেই জায়গার গুগল প্লাস লোকেশন কোড বা What3words লোকেশন কোড , যুক্ত থাকতে হবে।

আমরা প্রকৃতি প্রেমীদেরকে পছন্দ করি এবং আমি মনে করি প্রকৃতিপ্রেমীরা প্রতিনিয়ত প্রকৃতির মাঝে থাকতেই পছন্দ করে। তাই তারা প্রকৃতির ছবি তোলার সময়, কোনোভাবেই প্রকৃতি নষ্ট করবে না, সেদিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে।

অবশ্যই আপনার প্রকৃতির ছবিগুলো শেয়ার করার পরে, পোস্টটিতে নিজের সেলফি রাখবেন।

কমপক্ষে পাঁচটি ছবি শেয়ার করুন।

পোস্টটি কমপক্ষে দুইশত ওয়ার্ডের হতে হবে।

কোন ডিভাইস দিয়ে ফটোগ্রাফি করেছেন সেটার বিবরণ দিতে হবে ।

যদি আপনার উঠানো ফটো গুলো, কোন অ্যাপস বা অন্য কোন উপায়ে এডিট করেন সেটার বিবরণ উল্লেখ করতে হবে ।

পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করতে হবে।

ট্যাগ হিসেবে ব্যবহার করুন #naturephotography #amarbanglablog-contest

আপনার তৈরি করা পোস্টের লিংক এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।

Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।

এই প্রতিযোগিতা চলবে ৬ দিন। আপনি ৬ দিনের মধ্যে যে কোন সময় আপনার এন্ট্রি জমা দিতে পারেন। (২৩ সেপ্টেম্বর থেকে - ২৯ সেপ্টেম্বর পর্যন্ত )

আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির subscriber হতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

পুরস্কারে যা থাকছেঃ
অবস্থান পুরস্কার

১: ১২ স্টিম

২: ১০ স্টিম

৩: ৮ স্টিম

৪: ৬ স্টিম

৫: ৪ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেন
@rme (♚Founder♔ )
@blacks (Executive Admin ♛)
@rex-sumon
@hafizullah
@moh.arif
@shuvo35
@winkles

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।

ধন্যবাদ


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমাদের কমিউনিটি তে মোটামুটি সবাই অনেক ভালো ফটোগ্রাফি করে। ইনশাআল্লাহ এবার অনেক ভালো ভালো ফটোগ্রাফি দেখতে পারবো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা সবাই এই কনটেস্টে অংশগ্রহণ করবেন।

 3 years ago 

আমার অংশগ্রহণ:https://steemit.com/hive-129948/@ripon40/jdygp-or-or

20210830_094500-01.jpeg

 3 years ago (edited)

অনেক সুন্দর সুন্দর প্রকৃতির সৌন্দর্যের দৃশ্য পটভূমি তুলে ধরবে সবাই। এই প্রতিযোগিতায় সবার জন্য শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে প্রকৃতির আসল রুপ তুলে ধরবে আশাকরি।

 3 years ago 

আমার অংশগ্রহণঃ-
https://steemit.com/hive-129948/@isratmim/7skcvr

 3 years ago 

আমারা পোস্ট


https://steemit.com/hive-129948/@mrahul40/shy-fox

 3 years ago 

অংগ্রহণ করলাম আরকি।নিচে লিংক দিলাম।

"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা-৭ || by doctorstrips ||১০% লাজুক-খ্যাঁকের জন্য

PicsArt_09-24-03.52.31.jpg

একবার দেখে আসুন না,,,,

 3 years ago 

চমৎকার একটি প্রতিযোগিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টায় আছি অংশগ্রহণ করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই পার্টিসিপেন্ট করার চেষ্টা করব।

 3 years ago 

খুবই সুন্দর একটি প্রতিযোগিতা। আমি অবশ্যই অংশগ্রহণ করব। হাজির হয়ে যাব আমার তোলা প্রাকৃতিক ফটো নিয়ে 😄😄। আমার বাংলা ব্লগ এর কতৃপক্ষকে ধন্যবাদ এইরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।।