যখন আমি গল্প পড়ছি, তখন ঝুম বৃষ্টি বাহিরে হচ্ছে । বেশ ভালই লাগছিল , এমন আবহাওয়া বনভোজনের গল্পটি পড়তে । মনে হচ্ছিল যেন একদম ছেলেবেলাটা চাক্ষুষ চোখের সামনে ভেসে উঠেছিল।এমন পরিবেশে খুব করে ছেলেবেলা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই । এজন্য আমার ছেলেবেলা , ইশ এটা কি আর ফেরত পাওয়া সম্ভব ।