You are viewing a single comment's thread from:
RE: ভারতীয় একটি নামকরা বেসরকারি ব্যাংকের security flaws
আসলে আপনি যা করেছেন সেটা আপনার যোগ্যতা আর বুদ্ধিতেই করেছেন । তবে যেহেতু ফান্ড জরুরী ছিল সেই ক্ষেত্রে আমি মনেকরি ঠিক আছে । তবে বেশি ভালো লেগেছে তারা আবার আপনাকে কল করেছে এই বিষয়টির জন্য। সেখানে বেশ পেশাদারিত্ব ছিল । তবে ইন্টারেস্টিং ছিল আপনি আবার তাদের ভুল দেখিয়ে দিয়েছেন এইটা বেশ মজার ছিল ভাই ।