
তারপরেও তরুর মায়ের কাছেই অনেকটা পরগাছার মতো হয়ে আছে সমরেশ বাবু ।
আসলে ভাই আপনার পোস্ট পড়ে মনটা খারাপ হয়ে গেলো। জীবনের বাস্তবতা সত্যি অনেক কঠিন। সমরেশ বাবুর মতো অনেকের বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে শেষ জীবণ অতিবাহিত করতে হয়। এই বৃদ্ধাশ্রম ও মূলত এক প্রকার পরগাছা লাইফ।
সমরেশ বাবুর কাহিনী শুনে একটা গান মনে পড়ে গেলো →আমার মতো এতো সুখী নয় তো কারো জীবন←
জীবন বড়োই নাটকীয়, কখন কার কি অসস্থা হয় সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি, শেষ বয়সে যাতে পরগাছের মতো জীবন কাটাতে না হয়।
ভাই আপনার লেখা সম্পর্কে কি আর বলবো, আপনার লেখা যে রিগুলার পড়বে, আপনার লেখার ভক্ত হতে সে বাধ্য থাকবে। এক কথায় অসাধারণ ছিলো।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।