You are viewing a single comment's thread from:

RE: কাজের ফাঁকে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

বাংলাদেশের কোনো খেলা মিস দেই না হোক সেটা বি পি এল অথব টেস্ট সিরিজ। আমি যতোই কাজ থাক না কেন খেলা অবশ্যই দেখি। আমার কাছে বাংলাদেরশের খেলা মানে একটা উৎসবের মতো কাজ করে। এই তো কিছু দিন পরেই আফগানিস্তানের সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা আছে এখন থেকেই অপেক্ষায় আছি।

শাকিবের ক্রিকেটের প্রতি আগ্রহের ব্যাপারটা দেখে মোটামুটি আমার ভালই লেগেছে ।

বাংলাদেশের খেলা শুরু হলে শাকিবের মতো অনেকেই নেট কিনে রেডি থাকে কখন খেলা শুরু হবে। আসলে ক্রিকেট বাংলার মানুষের আবেগের জায়গা। কারণ এই ক্রিকেটই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বের দরবারে। আমরা সবাই ক্রিকট ভালোবাসি। হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।
ভাই শাকিবের মাধ্যমে অসাধারণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো আর শাকিবের জন্য অনেক খারাও লাগলো। যে বয়সে স্কুল কলেজে পড়ার কথা সেই বয়সে তাকে সংসারের হাল ধরতে হয়েছে। যাইহোক, ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর পরবর্তী আকর্ষনের অপেক্ষায় রইলাম। 🤚

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png