বাংলাদেশ চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইয়ের কন্ঠ হুবুহু নকল করার চেষ্টা করলাম
আজ আমি একদম ব্যতিক্রম ধরণের টপিক নিয়ে পোস্ট করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি একজন বিনোদনের পার্ট হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবো।
আমি ইন্ডিয়ান হলেও আমাদের আত্মীয় স্বজন অনেকেই বাংলাদেশের রয়েছে । তাই বলবো পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশ একই মায়ের পেটের দুই সন্তান। আমার সেই দেশের সাথে দেশ মাতৃকার প্রেম রয়েছে বলা চলে।
ব্যক্তিগত ভাবে আমি বাংলাদেশ চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাই আর বিরাট বড় একজন ফ্যান। এতটাই বড় ফ্যান যে আমার শিরা উপ শিরার মধ্যে যেনো মান্না ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ব প্রেম রয়েছে অনাবিল। আমি অনেক ছোট বেলা থেকেই নায়ক মান্নার মুভি দেখিছি। কারণ আমার বাবা ও মা বাংলাদেশের মুভি দেখতো। আমি মান্নার কন্ঠ ইস্কুল লেভেলে পড়াকালীন হুবুহু দিতে পারতাম। ক্লাস 9-10 ক্লাসে পড়ার সময় পর্যন্ত কন্ঠ টা মাঝে মাঝে বন্ধুদের আড্ডার মধ্যে দিতাম ।এমনকি হুবুহু কণ্ঠ দিয়ে সকলের কাছে বিনোদনের একটা অংশ হতাম। সত্যি তখন দিনগুলো স্বর্ণালী দিন ছিল। উচ্চ মাধ্যমিক গন্ডি পেরিয়ে ,বিশ্ব বিদ্যালয়ে হনার্স কমপ্লিট করে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছি। অনেক দিন মান্নার কন্ঠ নকল করা হয় না। এই জন্য অনেক প্র্যাক্টিসের অভাব আছে। আগে যখন মান্নার কন্ঠ দিতাম। একদম হুবুহু কন্ঠ নকল করতে পারতাম। এখন থেকে চেষ্টা করবো।
যখন মান্না মারা গিয়েছিলো যখন আমি ছোট ছিলাম কিন্তু ভীষণ মনের দিক থেকে কষ্ট পেয়েছিলাম। আমি মান্নার ওই রকম কণ্ঠ খুব পছন্দ করি।
মান্নার সিনেমায় সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ,এবং ন্যায়ের বিপ্লবী মিছিলে সকলকে সামিল। এমনকি রাজধানীর মুভি গুলিতে মহা নায়ক মান্নার উচ্চ স্বরের ওই ডায়লগ গুলো আমার রক্তে রঞ্জিত হয়ে বুকের মধ্যে এক নির্ভীক সাহসিকতার বীজ বপন করে। ভয়হীন এই নির্ভীকতা আমার সমস্ত কাজে যেনো এগিয়ে যেতে জ্বলন্ত হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করি। তাই এখন থেকে পুরোদমে শুরু করছি। মান্নার কন্ঠ নকলের মধ্যে দিয়ে আমি আমার ব্যক্তি সত্ত্বা কে উন্মোচিত করার সাথে সাথে অন্যের সামনে নির্ভিকতার সাথে কথা বলার পাশাপাশি ভয়হীন ভাবে সৎসাহস নিয়ে কথা বলতে পারার অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশাবাদী।
আপনারা সবাই আমার পাশে থাকবেন। সকলের মাঝে কিছুটা বিনোদন দিতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করব।
সবচেয়ে বড় কথা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে 90% বাংলাদেশি। আমি আশা করি বাংলাদেশে মান্না এতটাই জনপ্রিয় ছিলো ,আছে ,থাকবে। তবে 90% এর 80% মান্না কে পছন্দ করে আমি নিশ্চিত বললে ভুল হবে না।
মহা নায়ক প্রয়াত মান্না ভাইয়ের "বাংলার হিরো" মুভিতে মধ্যে যে ডায়ালগ টা সবচেয়ে দর্শকের হৃদয় কেড়ে ছিলো। এই ডায়লগ টাই গোটা সিনেমায় প্রধান ছিলো।
বাংলা হিরো মুভির ডায়লগ সেই ডায়ালগ-
"আজ যে কাজ আমি করতে পারবো না, সে কাজ করবে ,আমার সন্তান, আমার সন্তান না পারলে, আগামী প্রজন্ম করবে, তারপরও থেমে থাকবে না , থেমে থাকবে না,অন্যয়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ।
এই রকম মান্না ভক্ত বাঙালিদের মাঝে মান্না ভাই এর কন্ঠ নকল করে তাকে স্বরণ করা এমনকি সকলের মধ্যে বিনোদন দিতে পারব বলে মনে করছি। আমি প্রতি সপ্তাহে দুই টা পোস্টে মধ্যে মান্নার কন্ঠ নকল করে মান্না ভাইয়ের যেকোনো মুভির ডায়ালগ শুনিয়ে সকলকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।
অসংখ্য ধন্যবাদ সকলকে।
অসাধারণ হইছে ভাই
জীবন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকেন এভাবেই।
স্বাগতম ভাই
অসাধারন হয়েছে, মান্না ভাই এর কন্ঠের সাথে হুবাহু মিলে গিয়েছে। শুভ কামনা রইলো ভাই।
ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাশে থাকেন। এভাবেই বিনোদন দেবার চেষ্টা করবো।
অসাধারন হয়েছে, মান্না ভাই এর কন্ঠের সাথে হুবাহু মিলে গিয়েছে। শুভ কামনা রইলো ভাই।
লিমন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ।আপনাদের উৎসাহ এভাবে পেলে নায়ক মান্না ভাইয়ের বিভিন্ন মুভির ডায়ালগ দেবার চেষ্টা করবো। পাশে থাকবেন।
বাহ্ চমৎকার। দারুণ হয়েছে। শুভ কামনা।
আপু আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। এভাবেই উৎসাহ দেবেন। বিনোদন দেবার চেষ্টা করবো।
শুভেচ্ছা
জাস্ট অসাধারণ। শুভেচ্ছা রইল ভাই।
শুভ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবে পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন। বিনোদন দেবার চেষ্টা করবো।
ভাই মোটামুটি ভালো হয়েছে। আমার মনে হয় আরো কয়েকদিন অনুশীলন করলে মান্নার জেরক্স কপি হয়ে যাবেন। দেখবেন একদিন বাংলা চলচ্চিত্র শিল্পীরা আপনার বাসায় গিয়ে পৌঁছবে। যাই হোক ভাই সত্যি বলতে ভালই হয়েছে। পুরনো একজন মহানায়কের কথা স্মরণ করিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা।
হা ভাইয়া একদম ঠিক বলেছেন। আমি দীর্ঘ দিন কোনো প্রাকটিস করা হয় না। এমনকি আজ ভিডিও ছেড়েছি। সেটার জন্য কোনো অনুশীলন করি নি। জাস্ট হঠাৎ করেই মনে হলো একটা ভিডিও বানাতে বানিয়ে ফেললাম। এই কমুনিটিতে যেহুতু 95% বাংলাদেশি আমি আশা করি মান্নাকে অধিকাংশ মানুষই পছন্দ করে ।মান্নার কন্ঠ নকল করে হয়তো সামান্য হলে মানুষকে হাসাতে পারবো ,বিনোদন দিতে পারবো। কারণ লোককে হাসানো একটা কঠিন কাজ। আস্তে আস্তে এখন অনুশীলন করতে থাকলে আরো ও হুবুহ কন্ঠ আসবে বলে মনে করি । আমার বাসায় চলচ্চিত্র ওরা আসবে একটা বিন্দু মাত্র ভাবি না। শুধু মাত্র আপনাদের বিনোদন দিতে পারলেই , এই ভিডিও বানানোর সার্থকতা পাবো বলে মনে করি।এভাবেই পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ হয়েছে ভাই। এভাবেই চালিয়ে যান আমরা পাশে আছি। শুভ কামনা রইল।
একদম ভাই আপনারা এভাবেই পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আপনাকে ভাই।
সাউন্ড অনেক কম, শোনা যাচ্ছিল না কিন্ত ডায়লগ টা শোনা গেছে। আমি বাংলাদেশের কিন্তু বাংলা মুভি পছন্দ করিনা, মান্না শুনেছিলাম মারা গিয়েছে। যাই হোক ভাই, আপনি চেষ্টা করেছেন আর যারা মান্নার অভিনয় দেখেছে আর মনে আছে তারা বলতে পারবে আপনার মিমিক্রি মিলেছে কিনা। ধন্যবাদ শেয়ার করার জন্য
আপু আমি অনেক খুশি হয়েছি আপনি ভিডিও দেখেছেন। অনেক ধন্যবাদ আপু। আপনি মান্নার মুভি দেখেন নি ,তবুও আমার ভিডিও টি দেখেছেন। এটা তেই আমি অনেক খুশি ।ধন্যবাদ আপনাকে আপু।
স্বাগতম ভাই
অনেক সুন্দর হয়েছে। এবার অনুশীলন করে ভিডিও ছাড়ুন। আরও বেশি ভালো হবে। অনেক শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা
দারুণ হয়েছে দাদা।আমিতো খুব মজা পেয়েছি।আসলে ছোটবেলায় শোনা তোমার কণ্ঠে মান্না ভাইয়ের সেই কন্ঠ আবার পুনরায় উন্মোচিত হলো।
আমি বিশ্বাস করি, তোমার এই বিনোদন সবার মন কাড়বে।কারণ অনেকেই মান্না ভাইয়ের বড়ো ভক্ত।
সবাই অনেক মজা পাবে।
ছোটবেলায় এই বিনোদনে যেমন গ্রামের সবার কাছে তুমি প্রিয় ছিলে তেমনি আশা করি,"আমার বাংলা ব্লগের"সবার কাছে ও তুমি আরও প্রিয় হয়ে উঠবে।
ধন্যবাদ দাদা।শুভকামনা।
বোন তোমাকে ও অনেক ধন্যবাদ ।এভাবে উৎসাহ দিয়ে যেও।