স্বরচিত অনু কবিতা || দশম পর্ব

in আমার বাংলা ব্লগ15 days ago


আসসালামু আলাইকুম

Picsart_24-04-27_12-44-40-288.jpg

Camera: Huawei P30 Pro-40mp

Photo editing by picsart app

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সুন্দর বেশ কিছু অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে।


১ নং

ভালোবাসার রং তুলি দিয়ে আঁকা

আমার স্বপ্নগুলো।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন সাজাই
কখনো হয়ো না এ পথভুলো।

এত ভালো বাসি বল
কেমনে একা থাকবো।

তোমায় ছাড়া মনটাকে আমি
কেমনে বেঁধে রাখবো।

এই হৃদয় জুড়ে শুধু যে
তোমার আরাধনা।

তুমি প্রেম তুমি স্বপ্ন
জীবনসঙ্গী তুমি একজনা।

২ নং

প্রচন্ড এই গরমের দিনে

শরীর ভালো রাখতে।

সবাইকে আমি বলে যাই
সচেতন হয়ে থাকতে।

বেশি বেশি কর বিশুদ্ধ পানি পান
এতে ভালো থাকবে মনপ্রাণ।

পারলে প্রতিদিন স্যালাইন খেয়েও
সাথে ফলের জুস নিয়।

খুঁজে নিও ছায়াযুক্ত স্থান
চাইলে গাইতে পারো বাংলা মায়ের গান।

শীতল বাতাস যেথায় খুঁজে পাবে
কিছুটা সময়ের জন্য বিশ্রাম তুমি নিবে।

যতক্ষণ বন্ধু তুমি থাকবে সুস্থ ভালো
থাকবে তোমার জগৎ জুড়ে আধার বিহীন আলো।

৩ নং

মন চায় পাখি হয়ে উড়ে যায়

দুর নীলিমায়।

যেখানে রয়েছে অচেনা কোন এক গ্রাম
রয়েছে কৃষ্ণচূড়া ফুলের ঘ্রাণ।

ছুটে চলি আমি অবুঝ মনটাকে রেখে
অচেনা কোন পথ ধরে।

যেন বৈশাখের ভরা দুপুরে
নির্জনতার তেপান্তরে।

খুঁজে ফিরি আমি
বাংলা মায়ের সুন্দর প্রকৃতি।

যেখানে মিশে রয়েছে
শত বাঙালির হাজার স্বপ্ন।

কেউ ফুল হয়ে ফোটে
আর কেউ ফুল হয়েও ঝরে যায়।

আমি দেখতে চাই সেই
স্বপ্নহীন নদীর কিনার।

পানির অভাবে আজ তার
প্রাণ গেছে শুকিয়ে।

দিতে চাই একটু সান্ত্বনা
দুঃখিনির মুখের গল্প শুনে।

৪ নং

ভালবাসতে মন চাই বারবার
তবু ফিরে আসি আমি।

জানি এই ভালোবাসা
সবসময় প্রিয়জন নিতে জানে না।

যখন এই মন থেকে স্বপ্ন সাজায়
এক নিমিশেই যেন ভঙ্গ হয়ে যায় আশা।

তবুও চেয়ে থাকি ভালোবাসার মানুষের পানে
নির্বাক নয়নে মিলে আখি।

হয়তো আমার ভুলে কোন দূরত্ব
নয়তো বা তার কোন বোকামিতে।

তবুও তুমি আমার,আমার ভালোবাসা
তাইতো আমি স্বপ্ন দেখি, হয়না নিরাশা।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



বেশ অনেকদিন ধরে কবিতা লেখার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। কখনো এই কমিউনিটির কবিতা আবৃত্তি করে। আবার কখনো ইউটিউব চ্যানেল থেকে প্রেম বিরহের কবিতা শুনে। আবার কখনো হাসবেন্ডের কবিতা আবৃত্তি করে। আগে কবিতা লিখতে বিরক্ত বোধ করতাম। মনে মনে হতো যারা কবিতা লেখে, তাদের খেয়েদেয়ে কাজ নেই। এখন কবিতার মর্ম বুঝি। বুঝি কবিতার ভাষা। মনের মধ্যে কোন অনুভূতি আসলে, সেগুলো হুট করে মানুষের সম্মুখে প্রকাশ করতে না পারলেও কবিতার ভাষায় প্রকাশ করার মধ্য দিয়ে কিছুটা মনের প্রশান্তি আসে। এ যেন এক অন্যরকম ভালোলাগা। আর ঠিক তেমনি বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতিতে লেখা আমার এই কবিতাগুলো। যেন মন খুজে পেয়েছে তার নিজস্ব ভাষা, এই কবিতা লেখার মধ্য দিয়ে।


কবিতাগুলো আবৃত্তি জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 15 days ago 

ভালোবাসা কে কবিতার মাধ্যমে এত সুন্দর করে যে উপস্থাপন করা যায় আপনার পোস্ট না পড়লে বুঝতামনা আপু।গরমে আমাদের উচিত বেশি বেশি করে পানি খাওয়া সম্ভব হলে সেলাইন এবং ফলের সরবত খেতে হবে।আর প্রকৃতি যে ভালোলাগার এক অনন্য মায়া।সব দিক থেকে আপনার অনু কবিতা গুলির ভাব গভীরভাবে প্রকাশ পেয়েছে।ভালো লাগলো।শুভ কামনা রইলো আপনার জন্যে ধন্যবাদ।

 14 days ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 15 days ago 

খুবই দারুণভাবে কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতা লেখা অনেক ভালো হয়েছে।আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে সেটার একটা প্রমাণ আপনার কবিতা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে কবিতা উপহার দেওয়ার জন্য।

 14 days ago 

দোয়া করবেন ভাইয়া,যেন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি।

 15 days ago 

ওয়াও আপু আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার মানুষের দিকে নির্বাক ভাবে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 14 days ago 

তা অবশ্য ঠিক বলেছেন।

 15 days ago 

খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। অনু কবিতা দারুন হয়েছে। সবগুলো অনু কবিতা সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে ৩ নং অনু কবিতাটি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 15 days ago 

আপনি আজকে বেশ কয়েকটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার। আপনার লেখা অনুকবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনু কবিতার লাইন গুলো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।আর আমার কাছে অনু কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে। যাইহোক আপনি বেশ ভালোই কবিতা লিখতে পারেন।

 14 days ago 

পড়তে বেশি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 15 days ago 

অনেক সুন্দর অনু কবিতা লিখেছো। এত সুন্দর কবিতা লিখে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমিও কবিতা লেখা মোটামুটি শিখে গেছি। ঠিক এভাবেই একেকজনের কবিতা পড়ে এবং নিজে থেকে ধারণা অর্জন করে। খুবই ভালো লাগলো বিভিন্ন অনুভূতির কবিতা পড়ে।

 14 days ago 

হ্যাঁ সেটা তো দেখছি আপু, ভালো লাগে আপনার কবিতা।

 15 days ago 

আজকে আপনি অনেক সুন্দর করে চারটি অনু কবিতা লিখেছেন। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে কবিতাগুলো লিখেছেন। তবে আপু চেষ্টা করলে সবকিছু সম্ভব। চেষ্টা করেন বিধায় এত সুন্দর অনু কবিতা লিখতে পেরেছেন। তবে আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

 14 days ago 

হ্যাঁ আমি প্রতিরাতে চেষ্টা করি

 14 days ago 

আমারও আগে কবিতার কথা শুনলে রাগ হতো। কবিতা কিছুই বুঝতাম না জন্য এরকম মনে হতো। কিন্তু এই ব্লগে সবার এত বেশি কবিতা পড়তে পড়তে এখন কবিতার প্রতি আমারও অনেকটা আগ্রহ বেড়েছে। যাই হোক আপু আপনার আজকের অনু কবিতাগুলো সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 14 days ago 

আমিও কিছু বুঝতে পারতাম না এখন কিন্তু বুঝি অনেক

 14 days ago 

যে কোন কাজ আস্তে আস্তে করতে করতে একসময় অভ্যাস হয়ে যায়। আগে আপনি কবিতা লিখতে খারাপ লাগতো। এখন আপনার অভ্যাস হয়ে গেছে বিদায় খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

জি ভাইয়া আমিও শিখছি সেভাবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60985.22
ETH 2914.99
USDT 1.00
SBD 3.74