সাজিনা ডাটার সমন্বয়ে পাঙ্গাস মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম

আজ মঙ্গলবার
২৪-০৪-২০২৪

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাজনা ডাটার সমন্বয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো বলে। তাই চলুন মাছ ও সবজির রান্নার কার্যক্রম শুরু করি এবং তৈরি করি সুস্বাদু রেসিপি।


IMG-20240420-WA0030.jpg


এক নজরে দেখে নেয়া যাক উপাদানের তালিকা:


ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.ঝালের গুঁড়াঅর্ধেক চা চামচ
২.লবণপরিমাণ মতো
৩.পেঁয়াজ২ পিস
৪.রসুন১ পিস
৫.গরম মসলা৪ পিস
৬.মসলা বাকলাছয় খন্ড
৭.সাজিনা ডাটাহাফ কেজি
৮.পাঙ্গাস মাছ৬ পিস
৯.পানিপরিমান মত
১০.ধনিয়া গুড়াপরিমাণ মতো
১১.হলুদের গুঁড়াপরিমাণ মতো
১৩.তেলপরিমাণ মতো


IMG-20240420-WA0016.jpgIMG-20240420-WA0029.jpgIMG-20240420-WA0028.jpg


রান্নার ধাপ সমূহ:


🐟ধাপ 1️⃣🐟


প্রথমে মাছগুলোর সাথে ভালোভাবে ঝাল হলুদ এর গুড়া ও লবণ মাখিয়ে নিলাম।

IMG-20240420-WA0025.jpg


🐟ধাপ 2️⃣🐟


এরপর চুলাটি কে অন করে দিলাম এরপর তার ওপর কড়াই বসালাম। এবার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। কিছুক্ষণের মধ্যে তেল গরম হয়ে গেল।

IMG-20240420-WA0026.jpg


🐟ধাপ 3️⃣🐟


এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। কিছুটা সময় ধরে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম।

IMG-20240420-WA0017.jpg


🐟ধাপ 4️⃣🐟


মাছ ভাজার কাজ সম্পন্ন হলে একটি পাত্রের মধ্যে ভাজা মাছ গুলো উঠিয়ে নিলাম।

IMG-20240420-WA0023.jpg


🐟ধাপ 5️⃣🐟


এবার কড়াইয়ের ভাজা তেলের মধ্যে আর একটু তেল ঢেলে দিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুনের কুচি গুলো দিয়ে ভেজে নিলাম।

IMG-20240420-WA0022.jpg


🐟ধাপ 6️⃣🐟


এখন সজনা ডাটা গুলো কড়াইয়ের তেলের উপর দিয়ে দিলাম। ডাটা গুলোর উপরে বাদবাকি ঝাল বাটা সহ বিভিন্ন মসলা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সিদ্ধ করতে থাকলাম এবং চামচ দিয়ে মসলাগুলোর সাথে মিক্সড করতে থাকলাম।

IMG-20240420-WA0021.jpg

IMG-20240420-WA0020.jpg


🐟ধাপ 7️⃣🐟


কিছুটা সময়ের মধ্যে ডাটা সিদ্ধ হয়ে গেল এরপর হাফ কাপ পরিমাণ কড়াইয়ের মধ্যে পানি ঢেলে দিলাম। যেন ঝোল ঝোল ভাবে রান্না করতে পারি। তার কিছুক্ষণ পর ভাজা মাছ গুলো কড়াই এর মধ্যে দিয়ে দিলাম। এবং জ্বাল দিতে থাকলাম।

IMG-20240420-WA0018.jpg


🐟ধাপ 8️⃣🐟


কিছুটা সময়ের পর কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন তরকারি ভালোভাবে ফুটে সিদ্ধ হয়। এভাবে কিছুটা সময় অপেক্ষা করলাম এরপর কড়াই থেকে ঢাকনাটা নামিয়ে দিলাম। এরপর হালকা ভাবে জ্বাল দিয়ে কড়াইয়ের তরকারি চামচ দিয়ে উল্টে পাল্টে দিলাম, এরপর ঝাল লবণ ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করলাম। আর এভাবে একটি পর্যায়ে রান্নার সম্পন্ন হলো।

IMG-20240420-WA0024.jpg


শেষ ধাপ


সবশেষে চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে নিয়ে রান্না তরকারি একটি পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এভাবে রান্নার কার্যক্রম শেষ হয়ে গেল।

IMG-20240420-WA0019.jpg


রেসিপি পরিবেশন



এরপর যখন খাবার খাওয়ার সময় হলো,তখন পরিবারের সবার খাবার প্লেটে বন্টন করার মধ্য দিয়ে খাওয়া হলো। আর এভাবে আমার সম্পূর্ণ কাজ সমাপ্ত হলো।

পোস্ট বিবরণ


আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
বিষয়মাছের রেসিপি
আমার নাম@simransumon
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলitel vision 1
ক্যামেরা8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২০ বছর
আমার ইচ্ছেআমার বাংলা ব্লগে ব্লগ করা

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


ব্লগটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি এবং রেসিপি করতে বেশি পছন্দ করে থাকি। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

সাজিনা ডাটা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করে খেয়েছি। কিন্তু কখনো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হয়নি। আপনার রেসিপিটা দেখে আজকে শিখে গেলাম কিভাবে পাঙ্গাস মাছ দিয়ে সাজিনা ডাটা রান্না করতে হয় ‌। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 last month 

অবশ্যই, নতুন একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করুন এভাবে।

 last month 

সজনে ডাটা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে ভালো হয়েছিল। দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

হ্যাঁ মোটামুটি সুস্বাদু ছিল আপু

 last month 

সজিনা ডাটার সমন্বয়ে পাঙ্গাশ মাছের অসাধারণ সন্দর একটি রেসিপি করেছেন আপু।দেখেই লোভ হচ্ছে। রন্ধন প্রনালী চমৎকার করে গুছিয়ে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য

 last month 

সাজিনা ডাটার সমন্বয়ে পাঙ্গাস মাছের রেসিপিটি বেশ মজাদার রয়েছে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ঢাকার মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া।

 last month 

সজনে ডাটা খেতে আমি খুব পছন্দ করি। আমরা মাছ দিয়ে রান্না করি না। আমার কাছে চ্যাপা শুঁটকি দিয়ে সজনে ডাটা রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাছাড়া পাঙ্গাশ মাছ আমি একদমই পছন্দ করিনা। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার খুব সুন্দর এসেছে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last month 

খুব সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 67651.53
ETH 3845.50
USDT 1.00
SBD 3.65