রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ২১

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। আমি ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি। সেই কারণে সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। গত কয়েকদিন বাসা থেকে বের হয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করেছি। তখন বেশ কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোর ভিতর থেকে কয়েকটি ছবি এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240327_173006.jpg

প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ফসলের মাঠ। সেই মাঠে একটি জায়গায় কিছু ফসল রয়েছে। তবে সেগুলো ধান না গম সেটা দূর থেকে ঠিক বুঝতে পারছি না। আমার কাছে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সব সময় অনেক ভালো লাগে। সেই কারণে আমি যখনই গ্রামের দিকে ঘুরতে যাই তখনই চেষ্টা করি কিছু ছবি তুলতে। যাতে পরবর্তীতে বিভিন্ন পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারি। আসলে সুন্দর দৃশ্য মানুষের সাথে ভাগ করে নিতে ভালো লাগে।

IMG_20240328_174013.jpg

এখন ছবিটাতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা নতুন হওয়া একটি আবাসিক এলাকার ভেতরের রাস্তা। যদিও সেখানে এখনো বেশি বাড়িঘর গড়ে ওঠেনি। তবে প্লট আকারে জমিগুলো ভাগ করে রাখা হয়েছে। খুব অচিরেই সেখানে বাড়িঘর তৈরি হয়ে যাবে। অথচ এই জায়গাটা কয়েক বছর আগেও ছিল ফসলের মাঠ। খুব দ্রুত আমাদের শহরটা পরিবর্তন হয়ে যাচ্ছে।

IMG_20240328_175709.jpg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন রেললাইন। এই রেললাইনের অবস্থান আমার বাড়ি থেকে অল্প কিছুটা দূরে। কয়েকদিন আগে বন্ধুদের সাথে রেললাইন ধরে বিকালবেলায় হেঁটেছিলাম। তখন এই ছবিটি তুলেছিলাম। রেললাইনের পাশ দিয়ে হাঁটতে আমার কাছে সবসময়ই ভালো লাগে।

IMG_20240328_175734.jpg

এই ছবিটাতে আপনারা একটি জলাশয় দেখতে পাচ্ছেন। এই জলাশয়ের অবস্থান রেল লাইনের ঠিক পাশেই। এই জলাশয় টা রেলের সম্পত্তি। তবে এটা লিজ নিয়ে স্থানীয় মানুষজন এখানে মাছ চাষ করছে। এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 last month 

অনেক সুন্দর ব্লগ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। রেললাইনের ফটোটা খুবই সুন্দর ভাবে ধারণ করেছেন। জেনে ভালো লাগলো সেটা আপনাদের বাড়ির নিকটে। এছাড়াও ফসলের মাঠ জলাশয় আবাসিক এলাকার রাস্তা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সবকিছু বেশ ভালো লাগলো আমার।

 last month 

ফসলের মাঠের খুব সুন্দর ছবি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আবাসিক এলাকার রাস্তার পাশে বেশ অনেক জায়গা রয়েছে যেখানে কোন ঘরবাড়ি গড়ে ওঠেনি। এদিকে ফসলের মাঠের চিত্র দারুন ভাবে ধারণ করেছেন। সব মিলে ছিল অনেক সুন্দর একটি পোস্ট।

 last month 

চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। সত্যি বলতে অনেক জায়গাতেই এরকম মাঠ থাকে পরে সেগুলো বাড়ি ঘরে রূপান্তরিত হয়ে যায়। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65343.70
ETH 3384.20
USDT 1.00
SBD 3.18