রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৮

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। ছবিগুলো বিভিন্ন সময় তুলেছিলাম। তেমন বিশেষ কিছু চিন্তা ভাবনা না করেই ছবিগুলো তুলেছিলাম। ছবিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন।

IMG_20240316_211903.jpg

ছবিটাতে দেখতে পাচ্ছেন রাতের রাস্তায় একজন মহিলা হেটে যাচ্ছে। এটা ঢাকা শহরের অত্যন্ত স্বাভাবিক একটা দৃশ্য। যদিও রাস্তাটা অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে সময়টা রমজান মাস। না হলে অন্য সময়ে এই রাস্তাটায় প্রচুর লোকজন দেখা যেতো।

IMG_20240316_212925.jpg

এই ছবিতে আপনারা একটি দোকান দেখতে পাচ্ছেন। যে দোকানে বাচ্চাদের খেলনা বিক্রি করা হয়। ঢাকা শহরের আবাসিক এলাকা গুলোর ভেতরে এই ধরনের অনেক দোকান দেখা যায়। এই ধরনের দোকানগুলোর বেচা কেনাও নেহায়েত খারাপ না। বাচ্চারা এই সমস্ত দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় খেলা না কিনে সরতে চায় না।

IMG_20240316_215210.jpg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক বসে মোবাইলে কথা বলছে। খেয়াল করলে দেখতে পারবেন তার সামনে টেবিলের উপরে প্রেসার মাপার যন্ত্র ডায়াবেটিস মাপার যন্ত্র রয়েছে। ঢাকায় বিভিন্ন এলাকার রাস্তার পাশে এই ধরনের লোকদেরকে দেখা যায়। যারা মানুষের ডায়াবেটিস, প্রেসার এগুলো মাপতে সহায়তা করে অল্প টাকার বিনিময়ে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ঢাকা


ধন্যবাদ

Sort:  
 last month 

ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন তবে শহরের এই ফাঁকা দৃশ্য দেখে বেশ ভালো লাগলো কারণ প্রতিনিয়ত তো ভিড় জমে থাকে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last month 

অনেক সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে সবচেয়ে বেশি অবাক হলাম এই পেশার আর ডায়াবেটিস মাপার যন্ত্র নিয়ে বসে থাকা মানুষটার দেখে। হয়তো এটাও হালাল কর্ম তবে এগুলা গ্রামাঞ্চলে দেখি না। যাইহোক সব মিলিয়ে বেশ দারুন ছিল আপনার এই রেনডম ফটোগ্রাফার পোস্ট।

 last month 

তিনটি ফটোগ্রাফির সমন্বয়ে অসাধারণ সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা গুলো পড়ে ফটোগ্রাফি গুলো সম্পর্কে যথার্থভাবে আমি জানতে পেরেছি। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 67205.80
ETH 3112.68
USDT 1.00
SBD 3.71