রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১৮

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আমার তোলা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করবো। ছবিগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তুলেছিলাম। এখন এমন অভ্যাস হয়ে গিয়েছে কোন কিছু ভালো মনে হলেই সেটার ছবি তুলে নেই। তাহলে চলুন দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240220_160530.jpg

এই ছবিটি তুলেছিলাম আমাদের শহরের একটি মেলা থেকে। মেলায় এই ধরনের দোকানগুলো খুব চলে। কারণ আমাদের দেশের মানুষ এই ধরনের মুখরোচক খাবার গুলো খুবই পছন্দ করে। খাবারগুলো যদিও কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু খাওয়ার সময় মানুষের মাথায় আর এই প্রশ্নটা কাজ করে না।

IMG_20240221_071612.jpg

আমাদের শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিটাতে আপনারা বঙ্গবন্ধুর মুড়্যাল দেখতে পাচ্ছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে এই ম্যুড়ালটি নতুন তৈরি করা হয়েছিলো। নতুন তৈরি করা এই মুড়্যালটি দেখতে অনেকেই এসেছিলো।

IMG_20240221_072247.jpg

এই ছবিটি তুলেছিলাম গত একুশে ফেব্রুয়ারি। ২১ শে ফেব্রুয়ারি সকালের দিকে আমি শহরে ঘুরতে বের হয়েছিলাম। তখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় বেশ কিছু ছবি তুলেছিলাম। ছবিতে আপনারা যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের শহরের প্রধান দুটো শহীদ মিনারের একটা। এখানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 last month 

বরাবরের মতোই ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। আর ফটোগ্রাফির সাথে যথাযথ বর্ণনার কারণে এগুলো আরো ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66937.30
ETH 3518.81
USDT 1.00
SBD 3.20