রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৯

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। ছবিগুলো তুলেছিলাম বাজারে যাওয়ার পথে। রাস্তার পাশে বসে যারা বিভিন্ন রকম পণ্য সামগ্রী বিক্রি করে তারা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এই লোকগুলো সাধারণ ক্রেতাদের উপরে নির্ভর করে থাকে। আবার আমরাও কিছুটা কম দামে পণ্য কেনার জন্য তাদের উপরে নির্ভর করি। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240318_091723.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ টমেটো এবং শাক নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন। এই ধরনের বয়স্ক মানুষজনকে এই অবস্থায় দেখলে বেশ খারাপ লাগে। যদিও আমাদের দেশে হর হামেশাই এই ধরনের দৃশ্য চোখে পড়ে।

IMG_20240318_091810.jpg

এই ছবিতে রাস্তার পাশে বসে থাকা আরো একজন হকারকে দেখতে পাচ্ছেন। যিনি লেবু শসা এবং আরো কিছু সামগ্রী নিয়ে বসে রয়েছেন। তবে তার অবস্থা দেখে মনে হচ্ছে বেচাকেনার অবস্থা খুব একটা ভালো না।

IMG_20240318_092242.jpg

এখানে আরো একজন হকার কে দেখছেন যিনি আদা এবং রসুন নিয়ে একটি ব্রিজের উপর বসে রয়েছেন। আমাদের শহরে একটি লোহার ব্রিজ রয়েছে। সেই ব্রিজটি মূলত লোকজনের পারাপারের জন্য তৈরি করা হলেও সেখানে দুপাশ দিয়ে হকাররা বসে বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 last month 

অত্যন্ত চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা তিনটি ফটোগ্রাফিতে অন্য বেচাকেনার সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তবে ফটোগ্রাফি দেখে বোঝাই যাচ্ছে যে ক্রেতার বেশ অভাব উক্ত বাজারে। যাহোক চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65355.17
ETH 2949.96
USDT 1.00
SBD 3.67