রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৭

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনাদের সাথে আজকে আমি আমার তোলা কিছু ছবি শেয়ার করবো।ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। যখনই ঘরের থেকে বাইরে যাই তখন ভালো কিছু দেখলে সেটার ছবি তোলার চেষ্টা করি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240318_091806.jpg

সকালে বাজারে গিয়েছিলাম কিছু সবজি আর মাছ কিনতে। তখন হঠাৎ করে এই শাক বিক্রেতাকে দেখে ছবিটি তুলেছিলাম। এই বিক্রেতা বেশ কয়েক রকমের শাক নিয়ে বসে ছিলে। যদিও রোজার ভিতর শাক আমার কম খাওয়া হয়।

IMG_20240318_091736.jpg

ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সফেদা নিয়ে বসে রয়েছে একজন বিক্রেতা। যদিও তার বিক্রি করা প্রায় সম্ভবত শেষের দিকে। কারণ তার পাত্রে অল্প কিছু সফেদা দেখা যাচ্ছে। রমজান মাস হওয়ার কারণে সবাই এখন একটু বেশি ফল কিনছে। সেই সুযোগে দেশি এই ফলগুলোর দামও অনেক বেড়ে গিয়েছে।

IMG_20240318_110232.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা রাস্তার পাশে বসে বড়ই বিক্রি করছে। এগুলো অবশ্য দেশি বড়ই না। তবে রমজানে ফলের চাহিদা বেশি হওয়ার কারণে বড়ই এর দামও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কিছুদিন আগে এই বইগুলো ৬০/৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিলো। আজকে দাম জিজ্ঞেস করলে জানালো ১০০ টাকা কেজি।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 17 days ago 

আজকের ফটোগ্রাফিতে সাধারণ মানুষের জীবনযাত্রার একটা অংশ তুলে ধরেছেন যেখানে একজন সবেদা বিক্রি করছে একজন সবজি বিক্রি করছে আর একজন বড়ই বিক্রি করছে। সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 17 days ago 

অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। যেখানে বিক্রেতারা তাদের কাঁচামাল বিষয় এর জন্য উপস্থিত রয়েছেন। হ্যাঁ রমজান মাস হওয়ার কারণে দেশি ফলের দাম বেড়ে গেছে। আর সুফিদা তো খুবই সুস্বাদু একটি ফল।

 17 days ago 

আজকে আপনি আমাদের মাঝে বেশ অনেকগুলো রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আর সেই ফটোগুলো মূলত এটা সবজি ফল বিক্রেতাদের চিত্রধারণ। খুবই ভালো লাগলো এই সুন্দর সব ফটোগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে পাশাপাশি তাদের জীবিকার বিষয়ে বর্ণনা করেছেন। এদিকে রোজার মধ্যে শাক কম খান জানতে পারলাম। কেনাকাটার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলেন এবং ফটো ধারণ করেছেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61926.98
ETH 3060.91
USDT 1.00
SBD 3.79