আমার লেখা কবিতা "ভালোবাসা হারিয়ে গেছে"। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, নিশ্চয়ই ভালো? আমিও বেশ ভাল আছি। ভীষণ কর্মব্যস্ত সময় যাচ্ছে, কিছু দিন ধরেই লেখায় মনোযোগ দিতে পারছিনা। কিন্তু ব্লগে কিছু শেয়ার করতে না পারলে ভালো লাগে না তাই শেয়ার করলাম আমার লেখা কবিতা "ভালোবাসা হারিয়ে গেছে"।

received_501306228215491.jpeg
ছবি লিঙ্কঃ
https://pixabay.com/photos/girl-umbrella-rain-park-autumn-1438138/

ভালোবাসা হারিয়ে গেছে

সোনিয়া স্নিগ্ধা


বেশ কিছু দিন বৃষ্টি হয়না
বেশ কিছু দিন কান্না পায়না,
তবে কি আমি সুখেই আছি
দুঃখ সব ভুলেই গেছি?
না কি খুব, গোপনে কষ্টগুলো
বুকের ভেতর লুকিয়ে রেখেছি?

বেশ কিছু দিন রোদ্দুরে আর রং পোড়াইনা
বেশ কিছু দিন কৃষ্ণচূড়ার দেখা পাইনা।
হঠাৎ করে মেঘ মেদুর এই মেঘলা দিনে
তোমার কথা পড়ছে মনে।
একলা ঘরে সারাটা দিন করছো কি?
আমার কথা ভাবছো কি?
বুক পকেটের রঙিন গোলাপ
করছে কি আর একলা বিলাপ?


স্বপ্নগুলো মুঠোয় পুরে এমন করে উড়াল দিলে
আমি শুধু মেঘের নিনাদ বুকের ভেতর ধারণ করে
শূন্যতার ওই পাহাড় গড়ি,
স্বপ্ন গুলো ভেঙে চুড়ে একলা মরি।
এখন শুধু রিক্ত দিন
বুকের ভেতর ব্যাথার বীন।
হারিয়ে গেছে স্বপ্ন গুলো
খুনসুটির ওই গল্পগুলো
অতল জলে হারিয়ে গেছে
ভালোবাসার গল্পগুলো।

received_1143224409767055.jpeg
ছবি লিঙ্কঃ

https://pixabay.com/photos/krishnochura-flower-red-prickles-178208/


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা
ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 2 years ago 

আমি জানি আপনি ব্যস্ত মানুষ, তাও যে এই ব্যস্ত সময়ের মাঝে মাঝে এত সুন্দর কবিতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এটাই পাঠক হিসাবে আমাদের কাছে বেশ প্রাপ্তি । ভালো লিখেছেন শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই। চেষ্টা করছি এখনকার ব্যস্ততা কমতে ২ মাস লাগবে। তারপর আবার প্রতিদিন লিখবো।

 2 years ago 

আমি সাধারণত আগে কবিতা লিখতাম কিন্তু এখন সময়ের অভাবে লিখতে পারি না। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি লাইনে কিছু না কিছু কথা গভীরভাবে লুকিয়ে আছে। শুভকামনা রইল আপু

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে। কবিতার কথা গুলো অনেক সুন্দর ছিলো। খুবই ভালো ভাবে গুছিয়ে লিখেছেন কবিতাটি। অসাধারন হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু,আপনি শত ব্যস্ততা নিয়ে ও আমার সাথে কনটেন্ট শেয়ার করে যাচ্ছেন আমাদের মাঝে।ভালো লাগে।যাই হোক আপনার লিখা কবিতাটি বেশ ভালো হয়েছ।প্রতিটি লাইন খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69000.61
ETH 3825.74
USDT 1.00
SBD 3.48